South 24 Parganas News: আশা ছেড়েছিলেন অনেকে, কিন্তু চমক দিল পুলিশ! হারিয়ে যাওয়া ৫০টি ফোন উদ্ধার, ফেরত পেলেন মালিকরা
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
South 24 Parganas News: হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল উস্তি থানার উদ্যোগে উদ্ধার করে প্রাপকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ।
উস্তি, দক্ষিণ ২৪ পরগণা, আনিশ উদ্দিন মোল্লা: হারিয়ে যাওয়া মোবাইল প্রাপকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার পক্ষ থেকে প্রায় ৫০ টি হারিয়ে যাওয়া মোবাইল প্রাপকদের হাতে তুলে দিলেন ডায়মন্ড হারবারের এস ডিপিও সাকিব আহমেদ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এলাকার প্রায় ৫০ টি হারিয়ে যাওয়া মোবাইলের অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে সেই মোবাইলগুলি উদ্ধার করা হয়েছে। তারপর উদ্ধার হওয়া সেই মোবাইলগুলি এদিন প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়েছে।
advertisement
advertisement
নিজেদের হারিয়ে যাওয়া মোবাইল পেয়ে খুশি প্রাপকরা। থানার এই উদ্যোগে এলাকাজুড়ে তৈরি হয়েছে প্রশংসার পরিবেশ। হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পাওয়ার আশা অনেকে ছেড়ে দিয়েছিলেন। কিন্তু পুলিশের তৎপরতায় ফের সেই মোবাইল ফোনগুলি ফিরে পেয়ে খুশি প্রাপকরা।
আরও পড়ুন : সুন্দরবনে ম্যানগ্রোভের ‘শিরে সংক্রান্তি’, পোকায় খেয়ে ফাঁকা করে দিচ্ছে জঙ্গল! সমাধান খুঁজছেন বিশেষজ্ঞরা
advertisement
জানা গিয়েছে, গত কয়েক মাসে প্রায় ৫০টি মোবাইল হারানোর অভিযোগ জমা পড়ে। অভিযোগের ভিত্তিতে বিভিন্ন প্রযুক্তিগত সূত্র ধরে ফোনগুলি উদ্ধার করা হয়েছে। হারানো ফোন হাতে পেয়ে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। পুলিশের এই উদ্যোগ নাগরিকরা খুশি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
November 25, 2025 2:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: আশা ছেড়েছিলেন অনেকে, কিন্তু চমক দিল পুলিশ! হারিয়ে যাওয়া ৫০টি ফোন উদ্ধার, ফেরত পেলেন মালিকরা

