Sundarban Mangrove: সুন্দরবনে ম্যানগ্রোভের 'শিরে সংক্রান্তি', পোকায় খেয়ে ফাঁকা করে দিচ্ছে জঙ্গল! সমাধান খুঁজছেন বিশেষজ্ঞরা
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Sundarban Mangrove: কীটপতঙ্গে আক্রান্ত হচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ গাছ। পাতলা হচ্ছে এই গাছের পাতা। সমাধানে নেমেছেন বিশেষজ্ঞরা।
মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: কীটপতঙ্গে আক্রান্ত হচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ গাছ। ফলে পাতলা হচ্ছে এই গাছের পাতা। পরিস্থিতি উদ্বেগজনক হওয়ার আগেই সমস্যার সমাধানে নেমেছেন বিশেষজ্ঞরা। রোগ সারাতে চলছে একাধিক পরিকল্পনা। জানা গিয়েছে সুন্দররনে বানী জাতীয় মিষ্টি গাছের পাতা খেয়ে ফেলছে এক ধরণের শুঁয়োপোকা।
এছাড়াও ম্যানগ্রোভে একধরণের মথ আক্রমণ করছে। ফলে ম্যানগ্রোভ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই মথ ও শুঁয়োপোকা সুন্দরবনে যে সমস্ত পাখি আসে তারা খাচ্ছেনা। ফলে সমস্যা বাড়ছে। দেখা গিয়েছে যে সমস্ত ম্যানগ্রোভ রোপণ করা হয়, প্রতিবছর সেই গাছগুলি বেশি আক্রান্ত হচ্ছে। যা যথেষ্ট চিন্তার বিষয়। ইতিমধ্যে দেশ বিদেশের বিজ্ঞানী।
advertisement
advertisement
উদ্ভিদবিদ ও ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীদের এই সমস্যা কিভাবে সমাধান করা যাবে সেই কাজে লাগানো হয়েছে। পরিবেশবান্ধব অথবা কেমিক্যাল পেস্টিসাইড ব্যবহারের কথা উঠলেও সেক্ষেত্রে সমস্যা হবে সুন্দরবনে থাকা অন্য প্রজাতির কীটপতঙ্গের এই কথা জানিয়েছেন বিশেষজ্ঞ শংকর হালদার। ফলে সেই পরিকল্পনা থেকে পিছিয়ে আসতে হয়েছে। তবে এমন জৈব কীটনাশক ব্যবহার করা যায় কিনা যেখানে শুধু ওই দুটি প্রাণী মরবে সেই দিকটি দেখা হচ্ছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
না হলে ওই পোকা দুটি খায় এমন পাখি আনতে হবে। সেক্ষেত্রে আরও খরচ বাড়বে। এদিকে এই ম্যানগ্রোভ রক্ষা করা না গেলে বিপুল অর্থের অপচয় হবে। তাছাড়া যে পরিকল্পনা রয়েছে তার ক্ষতি হবে। সময় মত এই কাজ শেষ করলে তবেই অনেক কিছু রক্ষা করা যাবে বলে মনে করছেন গার্গী চক্রবর্তীর মত শিক্ষার্থীরা। এখন দেখার কতটা গাছ পুনরুদ্ধার করা যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
November 25, 2025 2:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sundarban Mangrove: সুন্দরবনে ম্যানগ্রোভের 'শিরে সংক্রান্তি', পোকায় খেয়ে ফাঁকা করে দিচ্ছে জঙ্গল! সমাধান খুঁজছেন বিশেষজ্ঞরা
