Student Missing: মোবাইলেই সর্বনাশ! বাবার বকুনি শুনে বাড়ি ছাড়ল মাধ্যমিক পরীক্ষার্থী, উৎকণ্ঠায় পুরো পরিবার

Last Updated:

South 24 Parganas Student Missing: পড়াশোনা না করার জন্য বকুনি অভিভাবকের। খেয়াদহে বাড়ি ছাড়ল মাধ্যমিক পরীক্ষার্থী।

নরেন্দ্রপুর থানা
নরেন্দ্রপুর থানা
দক্ষিণ ২৪ পরগণা, অর্পন মন্ডল: পড়াশোনা না করার জন্য বকুনি অভিভাবকের। বাড়ি ছাড়ল মাধ্যমিক পরীক্ষার্থী। খেয়াদহ ২ গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর এলাকায় এই ঘটনায় নেমেছে উদ্বেগের ছায়া। পড়াশোনা না করে মোবাইল ঘাঁটার জেরে শাসন করেছিল বাবা। আর তার পরেই বাড়ি ছেড়ে নিখোঁজ হয়ে মাধ্যমিক পরীক্ষার্থী ঋত্বিক ভরত।
জানা গিয়েছে, নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থীর বয়স মাত্র ১৫–১৬ বছর। পরিবারের অভিযোগ, গত ২০ তারিখ দুপুরে বাবা উপেন্দ্র ভরত মোবাইল ব্যবহারের জন্য ছেলেকে বকাঝকা করেন। এরপর উত্তেজনার বশে মারধরও করেন বলে জানা গিয়েছে। সেই রাতেই ঋত্বিক চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায় বলে জানা গিয়েছে। রাত পেরিয়ে পরের দিনেও সে ফেরেনি। তারপর থেকেই শুরু হয় খোঁজাখুঁজি।
advertisement
advertisement
পরিবার ও স্থানীয়রা চারদিকে খুঁজেও তার কোনও হদিস পাননি। তারপর অসহায় পরিবার খবর দেয় নরেন্দ্রপুর থানায়। ইতিমধ্যেই থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। আশেপাশের এলাকা, ঘাট, রেলস্টেশন সব জায়গায় খোঁজ চলেছে। মোবাইল ফোন বন্ধ থাকায় এখন পর্যন্ত তার অবস্থান জানা যায়নি।
advertisement
এই ঘটনার পর থেকেই পরিবার আশঙ্কায় ভুগছে। ছেলে কোথায় গেল, পরিচিত কারোর সঙ্গে যোগাযোগ করেছে কিনা, সেই বিষয়েও খোঁজখবর নেওয়া হয়েছে। একইসঙ্গে ছেলে আবেগের বশে কোনও ভুল পদক্ষেপ করেছে কিনা সেই বিষয়টিও চিন্তায় রেখেছে পরিবারকে। স্থানীয়দের মতে, পড়াশোনার চাপ ও মানসিক চাপের কারণে এমন ঘটনা ঘটতে পারে। তবে পুলিশ নিশ্চিত না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। পরিবার এখন শুধু ছেলের নিরাপদ ফিরেই অপেক্ষা করছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Student Missing: মোবাইলেই সর্বনাশ! বাবার বকুনি শুনে বাড়ি ছাড়ল মাধ্যমিক পরীক্ষার্থী, উৎকণ্ঠায় পুরো পরিবার
Next Article
advertisement
West Bengal Weather Update: তাপমাত্রা সামান্য বাড়ল রাজ্যে, কুয়াশার সতর্কতা সর্বত্র, জাঁকিয়ে শীত কবে?
তাপমাত্রা সামান্য বাড়ল রাজ্যে, কুয়াশার সতর্কতা সর্বত্র, জাঁকিয়ে শীত কবে?
  • তাপমাত্রা সামান্য বাড়ল রাজ্যে

  • কুয়াশার সতর্কতা সর্বত্র

  • জাঁকিয়ে শীত কবে?

VIEW MORE
advertisement
advertisement