South 24 Parganas News: আর ভাঙবে না নদীবাঁধ! প্রশাসনের নতুন পদক্ষেপে আশার আলো দেখছে গঙ্গাসাগর
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
গঙ্গাসাগরের কশতলা, চাপাতলা, ধবলাট সহ একাধিক জায়গা এলাকার মানুষেরা এমন আশার আলো দেখছেন।
দক্ষিণ ২৪ পরগনা: বারবার ভাঙে বাঁধ, সেজন্য গঙ্গাসাগরে উঠল বাঁধের সমস্যার স্থায়ী সমাধানের দাবি। গঙ্গাসাগরের কশতলা, চাপাতলা, ধবলাট সহ একাধিক জায়গায় নদীবাঁধের বেহাল দশা রয়েছে। যে কোনও মুহূর্তে বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে গোটা গ্রাম। ইতিমধ্যে বাঁধগুলির পরিস্থিতি খতিয়ে দেখেছেন সেচদফতরের প্রধান সচিব মণীশ জৈন, সঙ্গে ছিলেন সুন্দরবন উন্নয়ন দফতরের মন্ত্রী বঙ্কিম হাজরা সহ আধিকারিকরা।
তাঁদের এই পরিদর্শনের পর কিছুটা হলেও খুশি স্থানীয়রা। এবার বাঁধের সমস্যার সমাধান হবে বলে মনে করছেন তাঁরা। তবে আধিকারিকরা নদীবক্ষেই ছিলেন গ্রামে নামেননি। এ নিয়ে স্থানীয় বাসিন্দা পূর্ণিমা দাস জানিয়েছেন, নদী বাঁধের হাল কী, সেটা এখানে নেমে দেখলে ভাল হত। কিন্তু ওঁরা তো নদী থেকে দেখেই চলে গেলেন। এদিকে এই এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।
advertisement
advertisement
এ নিয়ে প্রতাপ চন্দ্র মহাপাত্র নামের এক বাসিন্দা জানিয়েছেন, সামনেই রয়েছে পূর্ণিমার ভরা কোটাল। তখন নতুন করে ফের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আর সেটা হলে চাষের জমি, পানের বরজ ক্ষতিগ্রস্ত হবে। এখন দেখার কবে এই ভাঙন সমস্যার সমাধান হয়।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
November 05, 2024 1:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: আর ভাঙবে না নদীবাঁধ! প্রশাসনের নতুন পদক্ষেপে আশার আলো দেখছে গঙ্গাসাগর