Bama Kali Viral Video: আগুনের শিখায় জ্বলজ্বলে মুখ! ভক্তদের অবেগের সঙ্গে পাল্লা দিয়ে নেচে ওঠেন শান্তিপুরের বামাকালী মা! গায়ে কাঁটা দেওয়া ভিডিও

Last Updated:

Bama Kali Viral Video: ভক্তদের সঙ্গে নেচে ওঠেন শান্তিপুরের বামীকালী মা। যা দেখতে দূর দূরান্ত থেকে অগণিত মানুষ আসেন। এখানে মায়ের নিরঞ্জনের পথে জ্বলে মশালের আলো। 

+
বামাকালী

বামাকালী মা

শান্তিপুর: ভক্তদের সঙ্গে নেচে ওঠেন শান্তিপুরের বামাকালী মা, যা দেখতে দূর দূরান্ত থেকে অগণিত মানুষ আসেন। এখানে মায়ের নিরঞ্জনের পথে জ্বলে মশালের আলো। সেই আলোতেই ফুটে ওঠে মায়ের অপরূপ সুন্দর রূপ। শান্তিপুরের মাকে পুজো করা হয় বামাকালী রূপে। মাকে নিয়ে নাচে মেতে ওঠেন ভক্তরা।
প্রতি বছরই এই দৃশ্য দেখা যায়। আর নাচ দেখতে ভিড় জমান লক্ষ লক্ষ মানুষ। পুজোর পর অঞ্জলি হয়ে গেলে মায়ের মূর্তিকে মণ্ডপের বাইরে নিয়ে আসা হয়। বিসর্জনের প্রস্তুতি নেওয়া হয়‌। এরপর ঘাট পর্যন্ত নিয়ে যাওয়ার পথে চলে নাচ। মায়ের মূর্তি একটি বাঁশের মাচায় করে ঘাড়ে বয়ে নিয়ে চলেন ভক্তরা। তাদের পিছন পিছন আরও অগণিত ভক্তের ঢল নামে। কাঁধে বাঁশ থাকা অবস্থাতেই লাফিয়ে লাফিয়ে নাচের ভঙ্গি করেন ভক্তরা। ফলে নেচে ওঠেন মা কালীও। দূর থেকে এই দৃশ্য আকর্ষণ করে সকলকে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে চান? তাহলে পাহাড়ের এই গ্রামই আপনার জন্য পারফেক্ট, ঘুরে আসুন
শান্তিপুরের বামাকালীর পুজোর পরদিনই এই নাচ হয়। বিসর্জনের আয়োজন পুজো শেষ হলেই শুরু হয়ে যায়‌। শান্তিপুরের ঐতিহ্যবাহী এই পুজোর পরদিনই বিসর্জন দেওয়া হয়। ভক্তদের হাতে থাকে মশাল‌। সেই মশালের আলোই আলো জোগায় মায়ের বিসর্জনের পথে। এই বিসর্জন শোভাযাত্রা দেখতে ভিড় করেন অগণিত ভক্ত।
advertisement
নবাব মল্লিক ও রুদ্র নারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Bama Kali Viral Video: আগুনের শিখায় জ্বলজ্বলে মুখ! ভক্তদের অবেগের সঙ্গে পাল্লা দিয়ে নেচে ওঠেন শান্তিপুরের বামাকালী মা! গায়ে কাঁটা দেওয়া ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement