North Bengal Trip: প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে চান? তাহলে পাহাড়ের এই গ্রামই আপনার জন্য পারফেক্ট, ঘুরে আসুন
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
North Bengal Trip: বাগড়াকোট চা বাগানের মধ্য দিয়ে ঘোরানো পথ দিয়ে যেতে যেতে প্রায় ৫০০০ ফুট উঁচুতে রয়েছে এই ছবির মতো সুন্দর গ্রাম। এখানকার বাসিন্দারা মূলত নেপালি। তাদের প্রধান জীবিকা কৃষিকাজ। কাছ থেকে তাদের সংস্কৃতি, জীবন জীবিকা, সারল্য, আতিথেয়তা মন কাড়বেই।
advertisement
advertisement
advertisement
*রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারস ট্রিপের সুযোগ। চুইখিমে এলে রক ক্লাইম্বিং, জঙ্গল সাফারি, রাতে তাঁবুতে থাকার সুযোগ রয়েছে৷ এখানে প্রকৃতির মাঝে বসে পড়া লাল-সবুজ চা বাগানের সৌন্দর্য, নদীর কলতান, এবং বৃষ্টির দিনে মেঘের ভেলা যেন এক জাদুকরী পরিবেশ তৈরি করে। আশেপাশে রয়েছে চারখোল, সামতাহার, কাফেরগাঁও, লোলেগাঁও, রিশপ এই পর্যটন স্থানগুলি।
advertisement
*চুইখিমের অদূরে রয়েছে প্রাচীন মন্দির ও ধর্মীয় স্থানগুলি, যেখানে আপনি স্বাভাবিক শান্তি ও পরিতৃপ্তি পাবেন। এই অঞ্চলের লোকেরা বিশ্বাস করে, এখানে এলে মানুষ নতুন উদ্যম ও শক্তি নিয়ে ফিরে যায়। এই বিশেষ অনুভূতি আপনাকে চুইখিমের স্মৃতি মনে করিয়ে দেবে, যেখান থেকে আপনি আপনার জীবনের নতুন দিগন্তে পদার্পণ করবেন।
advertisement









