South 24 Parganas News: স্থানীয় ফুটবল প্রতিযোগিতার পুরস্কার মূল্য জানলে চমকে যাবেন! লড়াই করল ৩২ দল
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
South 24 Parganas News: জয়নগরের দু দিন ব্যাপি মিনি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। মোট ৩২ দলের এই খেলায় দক্ষিন ২৪ পরগণা, হাওড়া, উওর ২৪ পরগনা, মেদিনীপুর সহ বেশ কয়েকটি জেলার খেলোয়াড়রা অংশ নেন।
দক্ষিণ ২৪ পরগনা: জয়নগরের দু দিন ব্যাপি মিনি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। যার প্রথম পুরস্কার ১ লাখ ৬১ হাজার টাকা। বহড়ুতে দুদিনের রবার বল খেলার আয়োজন। মানুষের শারীরিক বিকাশ ঘটাতে ও সুস্থ সবল থাকতে নিয়মিত শরীরচর্চার প্রয়োজন। আর খেলার মাধ্যমে শরীরচর্চা খুব ভাল হয়। আর সেই তাগিদকে সামনে রেখে জয়নগর থানার বহড়ুর হাসিমপুর কল্যাণ সংঘ বেশ কয়েক বছর ধরে এই মিনি ফুটবল খেলা প্রতিযোগিতা করে আসছে।
হাসিমপুর প্রাইমারী স্কুলের মাঠে দুদিনের দিবারাত্রি রবার বল খেলা হয়ে গেল। আতসবাজি ফাটিয়ে রবার বলে শট মেরে এই খেলার উদ্বোধন করলেন জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ। হাসিমপুর কল্যাণ সংঘ ও দক্ষিণ ২৪ পরগনা একাদশের মধ্যে প্রথম প্রীতি ম্যাচ দিয়ে এই খেলার সূচনা হয়। এ ব্যাপারে খেলা পরিচালন কমিটির উদ্যোক্তা জানান ,মোট ৩২ দলের এই খেলায় দক্ষিন ২৪ পরগণা, হাওড়া, উওর ২৪ পরগনা, মেদিনীপুর সহ বেশ কয়েকটি জেলার খেলোয়াড়রা অংশ নেন। দক্ষিন ২৪ পরগনার জেলার সবচেয়ে বড় এই খেলার ফাইনাল অনুষ্ঠিত হয় দাবি উদ্যোক্তাদের।
advertisement
আরও পড়ুনঃ Viral Video: মত্ত অবস্থায় বন্ধুদের সঙ্গে বাজি! বসে পড়লেন আতসবাজির বক্সের উপর, তারপর যা ঘটল
advertisement
আর এই খেলা দেখতে শুধু এই জেলা নয়, অন্যান্য জেলা থেকেও ফুটবলপ্রেমী মানুষ এই খেলা উপভোগ করতে আসে। বিভিন্ন এলাকা থেকে কয়েকহাজার দর্শক উপস্থিত হয়। খেলার শেষে ফাইনালে চ্যাম্পিয়ন এবং রানার্স দুই দলের হাতে নগদ টাকা পুরস্কার সহ বিশেষ ট্রফি তুলে দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন খেলোয়ারকে একাধিক পুরস্কার দেয়া হয়। এই খেলা কি ঘিরে এলাকায় জমজমাট মেলার আকার ধারণ করে।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 04, 2024 10:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: স্থানীয় ফুটবল প্রতিযোগিতার পুরস্কার মূল্য জানলে চমকে যাবেন! লড়াই করল ৩২ দল