South 24 Parganas News: চিংড়ি রফতানির ক্ষেত্রে আরও বেশি সতর্ক মৎস্যজীবী! এবার মানতে হচ্ছে 'বিশেষ' নির্দেশিকা
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
এবার থেকে চিংড়ি রফতানির ক্ষেত্রে আগের থেকে আরও বেশি সতর্ক হতে হচ্ছে চাষীদের। সঠিক পদ্ধতি মেনে চিংড়ি প্রসেসিং এবং চিংড়ি ধরার জাল ব্যবহার করার সঠিক পদ্ধতি জানাতে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে মাছ চাষীদের।
দক্ষিণ ২৪ পরগনা: এবার থেকে চিংড়ি রফতানির ক্ষেত্রে আগের থেকে আরও বেশি সতর্ক হতে হচ্ছে চাষীদের। সঠিক পদ্ধতি মেনে চিংড়ি প্রসেসিং এবং চিংড়ি ধরার জাল ব্যবহার করার সঠিক পদ্ধতি জানাতে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে মাছ চাষীদের।
সূত্রের খবর, সমুদ্র থেকে চিংড়ি ধরা পড়ে, তা আর কিনছে না আমেরিকা। তাতে অনেকটাই মার খাচ্ছে ভারতের রফতানি ব্যবসা। আর্থিক ক্ষতি হচ্ছে বাংলারও। দেখা গিয়েছে চিংড়ি ধরতে গিয়ে জালে কচ্ছপ উঠছে। চিংড়ির সঙ্গে জালে কচ্ছপ ধরা পড়ছে না, এমন গ্যারান্টি দিলে তবেই তারা মাছ আমদানি করবে বলে জানিয়েছে।
advertisement
advertisement
সমুদ্র থেকে চিংড়ি তোলার বিশেষ ব্যবস্থা রাখতে হবে জালে। এতে মৎস্যজীবীর জালে শুধু চিংড়ি ও অন্যান্য মাছ পড়বে, কচ্ছপ নয়। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মৎস্যজীবীদের মধ্যে এই সংক্রান্ত সচেতনতা গড়তে রাজ্যে একাধিক শিবিরের আয়োজন করা হয়েছে।
advertisement
সচেতনতার পাশাপাশি দেওয়া হচ্ছে সঠিক ট্রেনিং। ফলে আগের থেকে অনেক সঠিক পদ্ধতিতে চিংড়ির প্রসেসিং ও চিংড়ি ধরার মত কাজ করছে মৎস্যজীবীরা। যার ফলে শীঘ্রই অন্যান্য দেশের মত আমেরিকাতেও চিংড়ি রফতানি করা যাবে মনে করছেন সকলেই।
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 25, 2025 8:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: চিংড়ি রফতানির ক্ষেত্রে আরও বেশি সতর্ক মৎস্যজীবী! এবার মানতে হচ্ছে 'বিশেষ' নির্দেশিকা