Sundarban: বাঁচছে ম্যানগ্রোভ, স্বনির্ভর হচ্ছেন মহিলারা! সুন্দরবনে হচ্ছে এই কাজ
- Published by:Arjun Neogi
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
South 24 Pargana News: এলাকার মহিলারা বেশ কয়েকটি ভাগে ভাগে নিজেদের উদ্যোগে বাড়িতেই তৈরি করেন মিনি নার্সারি। সেখানে তৈরি হয় কয়েক হাজার চারা।
দক্ষিণ ২৪ পরগনা : সুন্দরবনের ম্যানগ্রোভের চারা তৈরি করে স্বনির্ভর হচ্ছেন মহিলারা। সুন্দরবনের জঙ্গলে ম্যানগ্রোদের সংগ্রহ করা বীজ থেকে চারা তৈরি করে আয়ের পথ দেখছেন সুন্দরবনের মহিলারা। সুন্দরবনের জঙ্গল কিংবা নদীর খাড়ি থেকে ম্যানগ্রোভ উদ্ভিদের বীজ সংগ্রহ করা। তারপর সেগুলো বাড়িতে এনে সেগুলো থেকে ম্যানগ্রোভের চারা তৈরি করছেন বাড়িতেই। বীজ থেকে চারা তৈরি হয়ে গেলে সেগুলি আবার সুন্দরবনের নদীর খাড়িতে কিংবা ভাঙন প্রবল এলাকায় নদীর চরে ম্যানগ্রোভের চারাগুলি রোপন করেন।
এভাবেই সুন্দরবনের বাদাবন কিংবা নদী বাঁধ রক্ষায় ব্রতি হয়েছেন সুন্দরবনের মহিলারা। উল্লেখ্য, বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সুন্দরবনের জঙ্গল কিংবা নদীখাড়ির বাদাবন ম্যানগ্রোভের চারা গাছে যেমন, গরান, কেওড়া, হেতাল, কাকড়া, সুন্দরী সহ বিভিন্ন ম্যানগ্রোভ জাতীয় গাছের বীজ সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসেন। এরপর এলাকার মহিলারা বেশ কয়েকটি ভাগে ভাগে নিজেদের উদ্যোগে বাড়িতেই তৈরি করেন মিনি নার্সারি। সেখানে তৈরি হয় কয়েক হাজার চারা। আর এই চারা গাছ তৈরি করার জন্য বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা তাদের আর্থিক সহায়তা প্রদান করে।
advertisement
নদীর ধারে বসবাসকারী প্রান্তিক মানুষদের প্রাকৃতিক দুর্যোগের করাল গ্রাসে বারেবারে ক্ষতবিক্ষত হতে হয়েছে। ২০০৯ থেকে ২০২৪ সালের মাঝে কেটেছে দীর্ঘ একটা যুগের বেশি সময়। কিন্তু সুন্দরবন সহ উপকূলবর্তী অঞ্চলের মানুষের চোখে আজও টাটকা ‘আইলা’ ইয়াস, আম্ফনের মত বিধ্বংসী প্রলয়রূপের দুঃসহ স্মৃতি। নদীর পাড়ের মানুষরা দুর্যোগের আশঙ্কায় প্রহর গুনতে থাকেন।
advertisement
advertisement
আরও পড়ুন: West Bardhaman News: তিন মাসেই ১২২ জন, জেলায় বাড়ছে কুষ্ঠ রোগীর সংখ্যা! চিন্তায় জেলা প্রশাসন
আর সেজন্য নদী বাঁধ রক্ষায় অন্যতম মাধ্যম হল নদীর পাড়ে ম্যানগ্রোভের সবুজ অরণ্য তৈরি করা। আর সেই কাজে ব্রতি হল সুন্দরবনের মহিলারা। এভাবে বাড়িতে ম্যানগ্রোভের চারা গাছ তৈরি করার মাধ্যমে একদিকে তারা যেমন স্বনির্ভর হচ্ছেন ঠিক অন্য দিকে নিজেদের সুরক্ষা বলায় নিজেরাই তৈরি করছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 03, 2024 6:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sundarban: বাঁচছে ম্যানগ্রোভ, স্বনির্ভর হচ্ছেন মহিলারা! সুন্দরবনে হচ্ছে এই কাজ