Mahua Moitra: মহুয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, মমতার সঙ্গে সুব্রতকেও চিঠি দিলেন ৬ তৃণমূল বিধায়ক

Last Updated:

কৃষ্ণনগরের সাংসদ হওয়ার পাশাপাশি কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভাপতি পদে রয়েছেন মহুয়া৷

মহুয়ার বিরুদ্ধে মমতাকে চিঠি দিলেন দলের ছয় বিধায়ক৷
মহুয়ার বিরুদ্ধে মমতাকে চিঠি দিলেন দলের ছয় বিধায়ক৷
কলকাতা: এবার দলের মধ্যেই বড় অভিযোগ উঠল মহুয়া মৈত্রের বিরুদ্ধে৷ কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে দলেনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি লিখলেন কৃষ্ণনগর সাংগঠনিক জেলার ছয় বিধায়ক৷
কৃষ্ণনগরের সাংসদ হওয়ার পাশাপাশি কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভাপতি পদে রয়েছেন মহুয়া৷ মূলত জেলা সভাপতি হিসেবেই মহুয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন দলের বিধায়করা৷ মহুয়ার বিরুদ্ধে সাংগঠনিক কাজে অসহযোগিতার পাশাপাশি একাই সব সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তুলেছেন ওই কৃষ্ণনগর সাংগঠনিক জেলার ছয় বিধায়ক৷
advertisement
advertisement
যে ছয় বিধায়ক মহুয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন, তাঁরা হলেব কল্লোল খান (নাকাশিপাড়া), উজ্জ্বল বিশ্বাস (কৃষ্ণনগর দক্ষিণ), রুকবানুর রহমান (চাপড়া), নাসিরুদ্দিন আহমেদ (কালিগঞ্জ), বিমলেন্দু সিংহ রায় (করিমপুর) এবং মানিক ভট্টাচার্য (পলাশিপাড়া)৷
ওই বিধায়কদের অভিযোগ, দলের নির্দেশ থাকলেও তাঁদের সঙ্গে কার্যত কোনওরকম যোগাযোগই রাখছেন না মহুয়া মৈত্র৷ এমন কি, সাংগঠনিক কোনও প্রয়োজনেও সাংসদকে পান না তাঁরা৷ বিধায়করা চিঠিতে অভিযোগ করেছেন, তাঁদের অন্ধকারে রেখেই কৃষ্ণনগর সাংগঠনিক জেলায় ১৭৮ জন বুথ সভাপতি এবং ১৭ জন অঞ্চল সভাপতিকে বদল করেছেন মহুয়া৷ চিঠিতে বিধায়করা অভিযোগ করেছেন, তাঁদের অন্ধকারে রেখেই একের পর সিদ্ধান্ত নিচ্ছেন মহুয়া৷
advertisement
নদিয়া জেলার রানাঘাট এবং কৃষ্ণনগর সাংগঠনিক জেলা নিয়ে এমনিতেই বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয় তৃণমূল নেতৃত্বকে৷ কারণ গোটা নদিয়া জেলাতেই বিজেপি যথেষ্ট শক্তিশালী৷ সেখানে বিধানসভা নির্বাচনের বছর দেড়েক আগে বিধায়কদের সঙ্গে এলাকার সাংসদের এই কোন্দল তৃণমূল নেতৃত্বের কাছে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mahua Moitra: মহুয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, মমতার সঙ্গে সুব্রতকেও চিঠি দিলেন ৬ তৃণমূল বিধায়ক
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement