স্মৃতিচারণে তারকারা! একসময় ক্লাবের নক্ষত্র ছিলেন, আবার শুরু করলেন মাতামাতি! কী হল?
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে তাঁরাও কিছুক্ষণের জন্য ছেলেবেলার স্মৃতিকে ত্বরান্বিত করতে টেবিল টেনিস খেললেন খানিকক্ষণ।
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: শান্তিপুর পাঠচক্র ক্লাবের উদ্যোগে ৫৫ জন টেবিল টেনিস খেলোয়াড়দের নিয়ে একটি টুর্নামেন্টের আয়োজন করা হল। ১৯৬৪ সালে স্থাপিত এই ক্লাব আগে ফুটবল, ক্রিকেট টুর্নামেন্ট হলেও এখন টেবিল টেনিস টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। এছাড়াও করা হয় ক্যারামের টুর্নামেন্ট। ১৯৭৫ সাল থেকেই এই টেবিল টেনিস টুর্নামেন্টের আয়োজন করা হয় প্রতিবছর। মাঝে কোনও কারণে বন্ধ হয়ে গেলেও পুনরায় চালু হয়েছে এই টুর্নামেন্ট।
এদিনের এই টুর্নামেন্টে প্রতিযোগীরা ছাড়াও উপস্থিত হন কুণাল প্রামানিক, ইন্দ্রজিৎ গাঙ্গুলী, বাপ্পা সাহা, মানস প্রামানিক, বর্তমান ভাইস চেয়ারম্যান ও একাধিক বিশিষ্ট প্রবীণ টেবিল টেনিস খেলোয়াড়রা। তাঁদের বিশেষ সম্মানে ভূষিত করা হয় সংস্থার পক্ষ থেকে। তাঁরা সকলেই একসময় এই ক্লাবের হয়ে টেবিল টেনিস খেলেছেন। এদিন এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে তাঁরাও কিছুক্ষণের জন্য ছেলেবেলার স্মৃতিকে ত্বরান্বিত করতে টেবিল টেনিস খেললেন খানিকক্ষণ।
advertisement
আরও পড়ুন : ‘হাত দিলেই হাতকড়া’! হচ্ছেটা কী দিঘায়! জানুন পুরো ঘটনা, জানলে স্যালুট জানাবেন বন দফতরকে
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান। টুর্নামেন্ট ছাড়াও আয়োজন করা হয় ক্লাবের পক্ষ থেকে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানও। এ বছর ৪৯ তম বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী চলবে এই অনুষ্ঠান। এত বছর ধরে ধারাবাহিক ভাবে অনুষ্ঠান চালানোর জন্য পেয়েছেন সরকারি সাহায্যও।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা যায়, যে টেবিল টেনিস বোর্ডে খেলা হয়, পূর্ববর্তী চেয়ারম্যান অজয় দে’র আমলে সেটি তাঁর দান করা। ক্লাব সদস্যরা জানান, এখান থেকে টেবিল টেনিস খেলে পরবর্তীকালে খেলোয়াড়রা জেলা এবং রাজ্যভিত্তিক টুর্নামেন্টে অংশগ্রহণ করেন প্রায় প্রতি বছরই। এছাড়া জানা যায় আগে টেবিল টেনিসের প্রচলন জেলার বহু প্রান্তে থাকলেও এখন দু-তিন জায়গায় ছাড়া বিশেষ কোথাও দেখা যায় না। তারা আশাবাদী ভবিষ্যতে তাঁদের দেখে বিভিন্ন ক্লাব টেবিল টেনিস খেলার উদ্যোগ নেবেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Sep 04, 2025 5:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্মৃতিচারণে তারকারা! একসময় ক্লাবের নক্ষত্র ছিলেন, আবার শুরু করলেন মাতামাতি! কী হল?










