Jhargram News: পরীক্ষা শুরুর ২-৩ ঘণ্টা আগে প্রতিদিন ফাঁস হচ্ছে বোর্ডের একাদশ শ্রেণির প্রশ্ন!
- Published by:kaustav bhowmick
Last Updated:
গোপীবল্লভপুরের একটি স্কুলের কয়েকজন শিক্ষক এই প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত। ওই শিক্ষকরা সরকারি নির্দেশ অমান্য করে গৃহ শিক্ষকতা করেন। নিজেদের প্রভাব প্রতিপত্তি বজায় রাখতেই পরীক্ষা শুরুর ঘণ্টাখানেক আগে তাঁরা নির্দিষ্ট কিছু ছাত্রকে প্রশ্নপত্র পৌঁছে দিচ্ছেন!
ঝাড়গ্রাম: পরীক্ষা শুরুর দুই থেকে তিন ঘণ্টা আগে নিয়মিত ফাঁস হয়ে যাচ্ছে একাদশ শ্রেণির পরীক্ষার প্রশ্ন! রোজ পরীক্ষা শুরুর আগে সেই প্রশ্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মত সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ালেও ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল ঝাড়গ্রামে। এই ঘটনায় অভিযোগের আঙ্গুল উঠল গোপীবল্লভপুরের একটি সরকারি স্কুলের শিক্ষকদের দিকে।
উচ্চমাধ্যমিকের পাশাপাশি এই মুহূর্তে একাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা চলছে। বৃহস্পতিবার একাদশ শ্রেণির ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন ও অ্যাকাউন্টেন্সির পরীক্ষা ছিল। রোজের মত দুপুর ২ টোয় পরীক্ষা শুরু হয়, চলে ৫ টা ১৫ মিনিট পর্যন্ত। কিন্তু বেলা এগারোটার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় এই বিষয়গুলির প্রশ্নপত্র ঘুরতে থাকে। বিষয়টি নিয়ে সরব হয়েছে ঝাড়গ্রামের গৃহ শিক্ষক কল্যাণ সমিতি। তাঁদের অভিযোগ, গোপীবল্লভপুরের একটি স্কুলের কয়েকজন শিক্ষক এই প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত। ওই শিক্ষকরা সরকারি নির্দেশ অমান্য করে গৃহ শিক্ষকতা করেন। নিজেদের প্রভাব প্রতিপত্তি বজায় রাখতেই পরীক্ষা শুরুর ঘন্টাখানেক আগে ওই স্কুল শিক্ষকরা নির্দিষ্ট কিছু ছাত্রকে প্রশ্নপত্র পৌঁছে দিচ্ছেন বলে অভিযোগ গৃহ শিক্ষকদের। এই প্রসঙ্গে গৃহ শিক্ষক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য শুভেন্দু দে বলেন, প্রশ্ন ফাঁস করে ঘৃণ্য কাজ করছেন ওই স্কুল শিক্ষকরা। তাঁদের জন্য ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে।
advertisement
advertisement
এমন একটি চাঞ্চল্যকর অভিযোগ ওঠার সত্ত্বেও প্রশাসন অদ্ভুতভাবে নীরুত্তাপ। ডিআই শক্তিভূষণ গঙ্গপাধ্যায় অফিসে ছিলেন না। তিনি ফোনে জানান, বিষয়টা জানা নেই। খোঁজ নিয়ে দেখবেন। সত্যি কোনও শিক্ষক প্রশ্ন ফাঁস করলে আইন মেনে তাঁর কড়া শাস্তি হবে।
advertisement
রাজু সিং
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 23, 2023 8:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: পরীক্ষা শুরুর ২-৩ ঘণ্টা আগে প্রতিদিন ফাঁস হচ্ছে বোর্ডের একাদশ শ্রেণির প্রশ্ন!