Alipurduar News: ঘুমোনোর সময় আগুনে পুড়ে ছাই হয়ে গেল চা শ্রমিকের ঘর

Last Updated:

বৃহস্পতিবার ভোররাতে রাজেন মাহালি নামে ওই চা শ্রমিকের ঘরে আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে ঘরে থাকা যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে।

+
title=

আলিপুরদুয়ার: ভোররাতে তখন সকলে ঘুমোচ্ছে। ঠিক সেই সময় শর্ট সার্কিট থেকে আগুন লাগল চা শ্রমিকের বাড়িতে। লেলিহান শিখার গ্রাসে মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে গেল সব কিছু। সব হারিয়ে সর্বসন্ত হয়ে গেলেন চা শ্রমিক রাজেন মাহালি।
অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কালচিনির রাজাভাতখাওয়া চা বাগানে। বৃহস্পতিবার ভোররাতে রাজেন মাহালি নামে ওই চা শ্রমিকের ঘরে আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে ঘরে থাকা যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। রাজেন মাহালি জানান, তিনি সপরিবারে ঘুমোচ্ছিলেন। আচমকা গরম লাগায় জেগে যান। দেখতে পান ঘরে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে সন্তান সহ পরিবারের অন্যান্য সদস্যদের ঘুম থেকে তুলে কোনরকমে ঘর থেকে বেরিয়ে আসেন। এরপর স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় হ‍্যামিল্টনগঞ্জ দমকল কেন্দ্রে। দমকলকর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
advertisement
advertisement
আগুনের গ্রাসে সবকিছু হারিয়ে সর্বসান্ত হয়ে পড়েছেন রাজেন মাহালি। তিনি বলেন, যে কাপড়ে ঘর থেকে বেরিয়ে এসেছিলাম সেটা ছাড়া আর কিছুই নেই। সবকিছু পুড়ে শেষ হয়ে গেছি আমরা।
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ঘুমোনোর সময় আগুনে পুড়ে ছাই হয়ে গেল চা শ্রমিকের ঘর
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement