East Medinipur News: পাওয়া যাবে না সামুদ্রিক মাছ! কারণ জানলে অবাক হবেন

Last Updated:

আপনি কি সামুদ্রিক মাছ ভালবাসেন! তবে আপনার জন্য কিছুটা হলেও খারাপ খবর। কারণ আগামী দু'মাস পাওয়া যাবে না সামুদ্রিক মাছ! 

+
সারিবদ্ধ

সারিবদ্ধ ট্রলার

দিঘা: আপনি কি সামুদ্রিক মাছ ভালবাসেন! তবে আপনার জন্য কিছুটা হলেও খারাপ খবর। কারণ আগামী দু’মাস পাওয়া যাবে না সামুদ্রিক মাছ! মৎস্য দফতরের নির্দেশিকা জারি হয়েছে। ফলে মৎস্যজীবীদের নৌকো ট্রলার ভুটভুটি সমুদ্রে মাছ শিকার থেকে ফিরে আসছে। তাই সামনের ৬১ দিন দিঘা মোহনায় সামুদ্রিক মৎস্য নিলাম কেন্দ্র বন্ধ থাকবে। ফলে সামুদ্রিক মাছের যোগান অনেকটাই ভাটা পড়বে। ইলিশ পমফ্রেট ভেটকি ভোলা সহ নানান ধরনের মাছ পাওয়া যাবে না। রাজ্য মৎস্য দফতর প্রজননের জন্য প্রতিবছর ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত সমুদ্র বা নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা জারি করে।
সেই মত ১৪ এপ্রিল দিঘা মোহনা সহ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন মৎস্য খুটি গুলিতে মাইকিং দিয়ে প্রচার শুরু করেছে রাজ্য মৎস্য দফতর। ব্যান পিডিএফ ঘোষণা হতেই সমুদ্র থেকে ফিরছে মৎস্যজীবীদের নৌকো, ভুটভুটি ও ট্রলার। আগামী ৬১ দিন ঘরে বসেই দিন কাটবে মৎস্যজীবীদের।রাজ্য মৎস্য দফতর ৬১ দিনের ব্যান পিরিয়ড ঘোষণা করেছে। যদিও দক্ষিণবঙ্গ মৎস্যজীবী সংগঠন সহ একাধিক মৎস্যজীবী সংগঠনের এবার দাবি ছিল ব্যান পিরিয়ড বাড়ানো হোক। সেই সঙ্গে সঙ্গে মৎস্যজীবীদের জন্য রাজ্য সরকারের ঘোষিত সমুদ্রসাথী প্রকল্প চালু করা হোক।
advertisement
আরও পড়ুন: পুলিশের ৫টি বাইকে আগুন, উল্টে দেওয়া হল প্রিজন ভ্যান! আইএসএফ-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র ভাঙড়
এ বিষয়ে দক্ষিণবঙ্গ মৎস্যজীবী সংগঠনের সভাপতি দেবাশীষ শ্যামল জানান, ‘ চলতি বছর ব্যাংক পিরিয়ড বাড়ানোর দাবি নিয়ে মৎস্য দফতরকে জানানো হয়েছিল। কারণ সামুদ্রিক মাছের উৎপাদনের ভারসাম্য বজায় রাখতে হলে ৬১ দিনের ব্যান পিরিয়ড নয় তা ১৮০ দিনের প্রয়োজন। এছাড়াও রাজ্য সরকারের প্রস্তাবিত সমুদ্রসাথী প্রকল্প এখনও চালু হয়নি। ব্যান পিরিয়ড শুরু হলে। সমস্যায় পড়বে প্রান্তিক মৎস্যজীবীরা।’
advertisement
advertisement
আরও পড়ুন: শিশুকে বাঁচাতে গিয়ে উল্টে গেল বাইক, রক্তে ভেসে গেলেন তৃণমূল নেতা ও তাঁর স্ত্রী!
ব্যান পিরিয়ডে মৎস্যজীবীদের যাতে জীবন জীবিকার টান না পড়েতার জন্য রাজ্য সরকার দু মাসের জন্য সমুদ্রসাথী প্রকল্পের ঘোষণা করেছিল। যে প্রকল্পে মাসে ৫ হাজার টাকা করে পাবেন মৎস্যজীবীরা।তবে মৎস্যজীবীদের দাবি, সমুদ্রসাথী প্রকল্প চালু করার কথা ঘোষণা হলেও এখনও তা বাস্তবায়িত হয়নি। ফলে ব্যান পিরিয়ডে তাদের সমস্যায় পড়তে হয়। যদিও মৎস্য দফতর সূত্রে জানা যায় চলতি বছর থেকে সমুদ্রসাথী প্রকল্প বাস্তবায়ন হবে।
advertisement
সৈকত শী।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: পাওয়া যাবে না সামুদ্রিক মাছ! কারণ জানলে অবাক হবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement