Bhangar ISF Police Clash: পুলিশের পাঁচটি বাইকে আগুন, উল্টে দেওয়া হল প্রিজন ভ্যান! ওয়াকফ বিক্ষোভকে কেন্দ্র করে রণক্ষেত্র ভাঙড়
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এ দিন শিয়ালদহে ওয়াকঅফ আইনের বিরোধিতায় সভার ডাক দিয়েছিল আইএসএফ৷ আইএসএফ প্রধান এবং দলের বিধায়ক নওশাদ সিদ্দিকির ওই সভায় উপস্থিত থাকার কথা ছিল৷
কল্যাণ মণ্ডল, ভাঙড়: আইএসএফ- পুলিশ সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ চব্বিশ পরগণার ভাঙড়ের শোনপুর বাজার এলাকা৷ পুলিশের প্রিজন ভ্যানে ভাঙচুর করে উল্টে দিল ক্ষুব্ধ জনতা৷ পুলিশের পাঁচ পাঁচটি বাইকে ভাঙচুর করে আগুনও ধরিয়ে দেওয়া হয়৷ শুধু শোনপুর নয়, ভোজেরহাট, বৈরামপুর সহ বাসন্তী এক্সপ্রেসওয়ে বরাবর একাধিক জায়গায় পুলিশের সঙ্গে সংঘাতে জড়ান আইএসএফ কর্মী সমর্থকরা৷ দীর্ঘক্ষণ বাসন্তী এক্সপ্রেসওয়েতে কার্যত বন্ধ হয়ে থাকে যান চলাচল৷
প্রথমে মারমুখী জনতার সামনে পিছু হটলেও পড়ে কলকাতা পুলিশের বিশাল বাহিনী গিয়ে এলাকার দখল নয়৷ ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার৷ পুলিশের উপরে হামলা এবং গাড়ি, বাইকে ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে বেশ কয়েকজনকে আটকও করা হয়৷ সন্ধে পর্যন্ত থমথমেই ছিল ভাঙড়ের শোনপুর বাজার এলাকার পরিস্থিতি৷
এ দিন মৌলালিতে ওয়াকঅফ আইনের বিরোধিতায় সভার ডাক দিয়েছিল আইএসএফ৷ আইএসএফ প্রধান এবং দলের বিধায়ক নওশাদ সিদ্দিকির ওই সভায় উপস্থিত থাকার কথা ছিল৷ আইএসএফ-এর অভিযোগ, সকাল থেকে তাঁদের কর্মী সমর্থকরা ভাঙড় থেকে ওই সভার উদ্দেশ্যে রওনা দিলে তাঁদের আটকে দেয় পুলিশ৷ এ নিয়েই দু পক্ষের বচসা, ধস্তাধস্তিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ আইএসএফ সমর্থকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জও করে পুলিশ৷
advertisement
advertisement
এর পরই নওশাদ সিদ্দিকি ঘোষণা করেন, এ দিনই ভাঙড়ের শোনপুর বাজারে সভা করবেন তিনি৷ সেই মতো শোনপুর বাজার এলাকায় ভিড় করতে শুরু করেন আইএসএফ কর্মী সমর্থকরা৷ শুরু হয় সভার কাজও৷ অভিযোগ, সভাস্থলে কেন পুলিশ থাকবে তা নিয়ে প্রশ্ন তুলে পুলিশকর্মীদের উপরে চড়াও হন কয়েকজন আইএসএফ কর্মী, সমর্থকরা৷ পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টিও করা হয় বলে অভিযোগ৷ ইটের আঘাতে আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মী৷ মাথা ফাটে কয়েকজনের৷ এর পরই ধীরে ধীরে পরিস্থিতি রণক্ষেত্রে চেহারা নেয়৷ আগুন জ্বলে ভাঙড়ে৷
advertisement
আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি অবশ্য বলেন, ‘যেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে না সেখানে আইএসএফ থাকবে না৷ তবে আমাদের আন্দোলন চলবে, প্রয়োজনে ছ মাস, এক বছর এই আন্দোলন চালাতে হবে’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 14, 2025 6:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bhangar ISF Police Clash: পুলিশের পাঁচটি বাইকে আগুন, উল্টে দেওয়া হল প্রিজন ভ্যান! ওয়াকফ বিক্ষোভকে কেন্দ্র করে রণক্ষেত্র ভাঙড়