Water Recharge: কি স্কুল রে বাবা! পড়ুয়াদের হাত ধোয়ার জলটুকুও নষ্ট করে না! জলসংকট দূর করা কাকে বলে দেখাচ্ছে এরাই

Last Updated:

এ যেন এক আদর্শ স্কুল, জল সংকট দূর করতে এই স্কুল যা করছে জানলে অবাক হবেন

+
জল

জল সংকট

বীরভূম: জলসংকট দ্রুত মানুষের জন্য অস্তিত্বের সমস্যা হয়ে উঠছে। ইতিমধ্যেই বীরভূম জেলার বিভিন্ন জায়গায় জল সংকট দেখা দিতে শুরু করেছে। প্রত্যেক বছরই দিন দিন বাড়ছে জলসংকট। মূলত পরিবেশ দূষণের কারণে বৃষ্টিপাতের পরিমাণ কমছে আর তার ফলেই বাড়ছে জলসংকট। সমীক্ষার হিসাব বলছে বেশি পরিমাণে গাছ না লাগালে আগামী কয়েক বছরে এই জলসংকটের পরিমাণ আরও ভয়াবহ আকার ধারণ করবে। আবার অন্যদিকে বিভিন্ন জায়গায় জলের পাইপ থাকলেও জলের কোন কল নেই আর তার ফলে অবিরাম জল পড়ে জলসঙ্কট দেখা দিচ্ছে।
২০১৮ থেকে ২০৫০ সালের মধ্যে বিশ্বের শহুরে জনসংখ্যার বৃদ্ধি সংক্রান্ত যে অনুমান করা হয়েছে, সেখানে ভারত এগিয়ে রয়েছে। ভারতের শহুরে জনসংখ্যার অনুপাত ১৯০১ সালে ১১ শতাংশ থেকে বেড়ে ২০১৭ সালে প্রায় ৩৭.৭ শতাংশ হয়েছে, যা সম্পদের ভিত্তির উপর আরও চাপ যুক্ত করেছে। বর্তমানে ক্রমবর্ধমান জনসংখ্যাকে খাওয়ানোর জন্য ধানের মত ফসল, যেখানে জল বেশি লাগে, সেখানে সেচের জন্য ভূগর্ভস্থ জল একটি প্রধান উৎস। তবে সারের অত্যধিক ব্যবহার ও ভূগর্ভস্থ জলের অত্যধিক শোষণের উপর শর্তও ছিল।
advertisement
advertisement
শুধুমাত্র এই কারণে, গাঙ্গেয় সমভূমিতে জলস্তর প্রতি বছর ৪ সেন্টিমিটার কমে যাচ্ছে। আর এসবের কারণেই জলের অপচয় বন্ধ করতে এক বিরাট পদক্ষেপ নিয়েছেন বীরভূমের একটি স্কুল কড়িধ্যা যদুরায় মেমরিয়াল অ্যান্ড পাবলিক ইন্সটিউশন। কি সেই পদক্ষেপ? মূলত স্কুলের ছাত্রছাত্রীদের হাত ধোয়ার জন্য বা বোতলে জল ভরতে গিয়ে যে জল পড়ে যায়, সেই জল যেন অপচয় না হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই লক্ষ্য নিয়ে এক বিশেষ পদ্ধতিতে পাইপ লাইনের মাধ্যমে ৩০ ফুট নীচে নামিয়ে সেই জল আবার ভূগর্ভস্থ রিচার্জ করে দেওয়া হচ্ছে। এর ফলে একদিকে যেমন জলের অপচয় বন্ধ হচ্ছে, ঠিক তেমনই জলসংকট থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যাবে বলেই আশা করা হচ্ছে।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Water Recharge: কি স্কুল রে বাবা! পড়ুয়াদের হাত ধোয়ার জলটুকুও নষ্ট করে না! জলসংকট দূর করা কাকে বলে দেখাচ্ছে এরাই
Next Article
advertisement
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
  • কেন্দ্র দূষিত কাশির সিরাপের কারণে মৃত্যুর পর কাশির সিরাপ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ করতে চলেছে.

  • ডিসিসি প্রস্তাব করেছে কাশির সিরাপকে শিডিউল কে তালিকা থেকে বাদ দেওয়া উচিত, যা লাইসেন্স ছাড়া বিক্রি হয়.

  • মধ্যপ্রদেশে দূষিত কাশির সিরাপের কারণে শিশুদের মৃত্যুর পর WHO সতর্কতা জারি করেছে.

VIEW MORE
advertisement
advertisement