Howrah News: ২০ জন পড়ুয়ায় স্কুল চলে! কোমায় যাতে না যায়, রাস্তায় নামলেন শিক্ষক-শিক্ষিকারা

Last Updated:

স্কুলের শিক্ষক শিক্ষিকা ঘুরে বেড়াচ্ছেন গ্রামে গ্রামে, নেমেছেন বিশেষ অভিযানে

+
ছাত্র-ছাত্রীর

ছাত্র-ছাত্রীর সংখ্যা কমেছে সরকারি স্কুলে তাই গ্রামে ঘুরছেন শিক্ষক

হাওড়া: বিদ্যালয় বাঁচাতে গ্রামে ঘুরে বেড়াচ্ছে শিক্ষক-শিক্ষিকা! গত কয়েক বছরে ক্রমশ কম হচ্ছে ছাত্র সংখ্যা। এ বছর আরও তলানিতে ছাত্র সংখ্যা। তাতে আরও চিন্তার ভাঁজ পড়েছে শিক্ষক শিক্ষিকা কপালে। বর্তমান সময়ে অধিকাংশ সরকারি প্রাথমিক মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলের সার্বিক চিত্র প্রায় একই। বেসরকারি স্কুলের বাড়বাড়ন্তর প্রভাব জোরদার পড়ছে সরকারি স্কুলগুলিতে। শহরাঞ্চলে যার জেরে, অনেক আগেই বহু স্কুল বন্ধ হতে দেখা গেছে। বিগত কয়েক বছর মফস্বল ও গ্রামাঞ্চলের সরকারি স্কুলগুলিতে দারুণ প্রভাব পড়তে শুরু করেছে।
এবার হাওড়ার জগৎবল্লভপুর ব্লকের অন্তর্গত মাজু চংঘুরালী ঘন্টেশ্বরী প্রাথমিক বিদ্যালয়ের করুণ দশা। এই স্কুলের সব মিলিয়ে মিলিয়ে মাত্র ২০ জন ছাত্র-ছাত্রী পাঠরত ছিল। আগামী দিনে আরও ভয়ঙ্কর হতে পারে। সেই দিক গুরুত্ব রেখে স্কুলের শিক্ষক শিক্ষিকা ও গ্রামের শিক্ষা অনুরাগী মানুষ সরকারি এই স্কুল বাঁচাতে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। গত কয়েক মাস ধরে প্রধান শিক্ষক, বিদ্যালয়ের সহ-শিক্ষক শিক্ষিকা প্রোগ্রামের মানুষ মানুষের কাছে পৌঁছোচ্ছেন স্কুল বাঁচানোর বার্তা নিয়ে। বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ভর্তির আহ্বানে অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও গ্রামের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন তাঁরা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
১৯৬২ সালে মাজুর চংঘুরালি গ্রামে কালিকাশ্রমের সংস্কৃতজ্ঞ পণ্ডিত হরিপদ বন্দ্যোপাধ্যায় তাঁর মাতা ঘন্টেশরী দেবীর স্মৃতির উদ্দেশ্যে গ্রামের ছেলেমেয়েদের মধ্যে প্রাথমিক শিক্ষার বিস্তার ঘটাতে চংঘুরালি ঘন্টেশ্বরী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। চংঘুরালি দোতলায় প্রাচীন বকুল গাছের নিচে এগারো শতকের বিষ্ণুমূর্তির সন্নিধানে চার কক্ষবিশিষ্ট পাকা স্কুল ভবনটি রয়েছে। ওই স্কুলে ভবনের মধ্যেই চলছে একটি অঙ্গনওয়াডি সেন্টার।
advertisement
বেশ কিছুদিন ধরে চংঘুরালি গ্রামের সেখ পাড়া, ষষ্ঠীতলা, হাজি পাড়া, মান্না পাড়ায় ঘুরে ঘুরে ছাত্র ভর্তির জন্য সচেতনতার প্রচার চালান হয়। প্রচারাভিযানে উপস্থিত ছিলেন–পার্থপ্রতিম পাত্র, প্রধান শিক্ষক চংঘুরালি ঘন্টেশ্বরী প্রাথমিক বিদ্যালয়। তামসী ঘোষ, সহকারী শিক্ষিকা চংঘুরালি ঘন্টেশ্বরী প্রাথমিক বিদ্যালয়। অরূপ রতন মাইতি, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক ব্রাহ্মণপাড়া চিন্তামণি ইনস্টিটিউটশন। সমাজকর্মী ও শিক্ষক সৌরভ দত্ত। এলাকায় ঘুরে ঘুরে শিশু শিক্ষার্থীদের নিকটবর্তী প্রাথমিক বিদ্যালয়ে‌ ভর্তির জন্য আবেদন জানান।
advertisement
এ বিষয়ে গ্রামের নিকটবর্তী স্কুলে ছেলেমেয়েদের ভর্তির করার জন্য সকাতর আবেদন জানান হয়। স্কুল থেকে অবসরের পরেও ছাত্র দরদী শিক্ষক অরূপরতন মাইতি গ্রামে গ্রামে ঘুরে নিকটবর্তী‌ ঘন্টেশ্বরী দেবীর স্মৃতিধন্য এই প্রাথমিক বিদ্যালয়কে পুনরুজ্জীবিত করার চেষ্টা করে চলেছেন। ছাত্র খুঁজতে শিক্ষক শিক্ষিকারা বাড়ি বাড়ি অভিযান চালানো হচ্ছে বলে বিভিন্ন বিরূপ মন্তব্য ও ভেসে আসছে। তবু আশাবাদী শিক্ষক, অভিভাবক ও সচেতন মানুষদের সকলের বিশ্বাস এই স্কুলও একদিন জিয়ন কাঠির স্পর্শে নতুন করে জেগে উঠবে। সে অপেক্ষাতেই দিন গুনছে গ্রামবাসীরা।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: ২০ জন পড়ুয়ায় স্কুল চলে! কোমায় যাতে না যায়, রাস্তায় নামলেন শিক্ষক-শিক্ষিকারা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement