Karate: লেখাপড়ার পাশাপাশি প্রতিদিন দু'ঘণ্টা অনুশীলন, ক্য়ারাটে ট্রেনিংয়ে মিলবে উজ্জ্বল ভবিষ্যৎ!
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah News: আত্মরক্ষার পাশাপাশি উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে দারুন কার্যকরী হতে পারে ক্যারাটে প্রশিক্ষণ, প্রতিদিন ২ ঘন্টা অনুশীলনেই হতে পারে ভবিষ্যৎ উজ্জ্বল
হাওড়া: ক্যারাটে প্রশিক্ষণে মিলতে পারে উজ্জ্বল ভবিষ্যৎ! বিভিন্ন চাকরির সুবিধার পাশাপাশি প্রশিক্ষণ শিবির গড়ে স্বনির্ভর হতে পারে যুবক-যুবতী। বর্তমান সময়ে ক্রিকেট ফুটবলের মতই জনপ্রিয়তা ক্যারাটেতেও। ক্যারাটে প্রশিক্ষণ নিয়ে আত্মরক্ষার পাশাপাশি স্বনির্ভর হতে ক্যারাটেকে বেছে নিচ্ছে ছেলে মেয়েরা।
এই সময় খুব অল্প বয়স থেকেই গ্রাম ও শহর উভয় অঞ্চলের ছেলেমেয়েরা ক্যারাটে প্রশিক্ষণের প্রতি দারুণ আগ্রহ দেখাচ্ছে। মহিলারা নিজেদের আত্মরক্ষার দিক গুরুত্ব রেখে বেছে নিচ্ছে মার্শাল আর্ট ক্যারাটে প্রশিক্ষণ। এতে নিজেদের আত্মরক্ষার পাশাপাশি চাকরির ক্ষেত্রে বিভিন্নভাবে সুবিধা মিলছে। একই সঙ্গে ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে ভাল আয়ের সুযোগ রয়েছে।
নিয়মিত দু’ঘণ্টা অনুশীলনেই উজ্জল ভবিষ্যৎ গড়তে পারে ক্যারাটে প্রশিক্ষণ। লেখাপড়ার পাশাপাশি ক্যারাটে প্রশিক্ষণ দেওয়ার চল দারুন ভাবে বৃদ্ধি পেয়েছে। পুরুষ মহিলা উভয়েই আগ্রহ দেখাচ্ছে সারা দেশে। আন্তর্জাতিক স্তরেও ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এবার আন্তর্জাতিক স্তরের ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হল হাওড়ার সাতরাগাছিতে। ভারতের বিভিন্ন রাজ্য থেকে খেলোয়াড় উপস্থিতির পাশাপাশি নেপাল ও শ্রীলংকা থেকেও প্রতিযোগীরা আসেন। সারা বছরে দেশে বিদেশে এমন আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতার মাধ্যমে মান উন্নয়ন ঘটছে খেলোয়াড়দের।
advertisement
advertisement
আরও পড়ুনঃ IND vs AUS 4th Test: ভারতীয় দলে বিরাট বদল! বাদ মহাতারকা! বক্সিং ডে টেস্টে ‘পাঞ্চ’ তৈরি টিম ইন্ডিয়ার
এ প্রসঙ্গে ভারতীয় ক্যারাটে একাডেমির সভাপতি সুবীর বাগচী জানান,ক্যারাটে প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে ছেলেমেয়েদের। ক্যারাটে প্রশিক্ষণপ্রাপ্ত ছেলেমেয়েরা সেনা এবং পুলিশের চাকরি সহ বিভিন্ন চাকরির ক্ষেত্রে সুবিধা পেতে পারে। এছাড়াও নানাভাবে প্রতিষ্ঠিত হবার সুযোগ রয়েছে ক্যারাটের মাধ্যমে।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 24, 2024 9:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Karate: লেখাপড়ার পাশাপাশি প্রতিদিন দু'ঘণ্টা অনুশীলন, ক্য়ারাটে ট্রেনিংয়ে মিলবে উজ্জ্বল ভবিষ্যৎ!