Nadia News: নদী বাঁচাতে স্কুল পড়ুয়ারা যা করল খুশি হবেন আপনিও
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ খান জানান, সাধারণ মানুষের মধ্যে নদী নিয়ে সচেতন করতেই আমাদের বিদ্যালয়ের এই উদ্যোগ
নদিয়া: নদী বাঁচাতে এবার পথে নামল স্কুল পড়ুয়ারা। নদী বাঁচাতে অভিনব উদ্যোগ গ্রহণ করল নদিয়া জেলার কৃষ্ণনগর ২ নং ব্লকের ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তনের জাতীয় সেবা প্রকল্পের (NSS) সদস্যরা। ধুবুলিয়ার বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শংকরপুর রাজাপুর গঙ্গার ঘাট পর্যন্ত একটি সাইকেল যাত্রার আয়োজন করা হয়। রাস্তায় সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি করতে ধুবুলিয়া রেলবাজার, দ্বীপচন্দ্রপুর বেলপুকুর, ঈশ্বরচন্দ্রপুর রাজাপুর প্রচার করে রাজাপুর ঘাটে পৌঁছায়। গঙ্গার পাড়ে বিভিন্ন নোংরা আবর্জনা পরিষ্কার করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ খান জানান, সাধারণ মানুষের মধ্যে নদী নিয়ে সচেতন করতেই আমাদের বিদ্যালয়ের এই উদ্যোগ।
উল্লেখ্য, নদী আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। কৃষি, মাছ ধরা, পরিবহন ও দৈনন্দিন ব্যবহারের জন্য নদীর জল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আজকের দিনে এই অমূল্য সম্পদটি ক্রমাগত দূষণের শিকার হচ্ছে। শিল্প কারখানার বর্জ্য, গৃহস্থালির আবর্জনা, রাসায়নিক সার ও কীটনাশকসহ নানা রকম দূষিত পদার্থ নদীতে ফেলা হচ্ছে। যার ফলে নদীর জল ব্যবহারের অযোগ্য হয়ে পড়ছে এবং জলজ প্রাণীও হুমকির মুখে পড়ছে।
advertisement
advertisement
আরও পড়ুন: নিম্নচাপ হুঁশিয়ারি! বজ্রবিদ্যুৎ-ঝড়-বৃষ্টি-শিলাবৃষ্টি সতর্কতা দক্ষিণবঙ্গে, কী হবে কলকাতায়?
নদী দূষণের প্রভাবে মানুষের স্বাস্থ্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলবাহিত রোগ ছড়াচ্ছে, ফসলের উৎপাদন কমে যাচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োগযোগ্য আইন প্রণয়ন ও কার্যকর করতে হবে। শিল্প বর্জ্য পরিশোধনের ব্যবস্থা, প্লাস্টিক ব্যবহার কমানো এবং নদী তীরবর্তী এলাকায় সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করাও জরুরি।
advertisement
এদিন ছাত্র-ছাত্রীদের দিয়ে গঙ্গার পাড়ের বিভিন্ন নোংরা আবর্জনা পরিষ্কার করে সাধারণ মানুষকে একটি ইতিবাচক বার্তা দিলেন শিক্ষক ও ছাত্র ছাত্রীরা।
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 07, 2025 5:10 PM IST








