Bankura Tourism: প্রকৃতির সঙ্গে ইতিহাসের মেলবন্ধন, ছোট্ট ছুটিতে ঘুরে আসুন বাঁকুড়ার খাতড়া

Last Updated:
ইতিহাস ভালবাসেন? তাহলে বাঁকুড়ার খাতড়া-তে ঘুরে আসুন! মন ভরে যাবে।
1/6
বাঁকুড়া জেলার খাতড়ায় বিভিন্ন প্রাচীন ভাস্কর্য পাওয়া গিয়েছে, সেগুলি সংরক্ষণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাঁকুড়া জেলার খাতড়ায় বিভিন্ন প্রাচীন ভাস্কর্য পাওয়া গিয়েছে, সেগুলি সংরক্ষণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
advertisement
2/6
খাতড়া মহকুমায় রয়েছে একাধিক ঐতিহাসিক নিদর্শন। বরাগড় থেকে মিলেছে একটি পুরাতাত্ত্বিক নিদর্শন। ২০১৬ সালে প্রাপ্ত এই মূর্তি রাখা আছে মহাফেজ খানায়।
খাতড়া মহকুমায় রয়েছে একাধিক ঐতিহাসিক নিদর্শন। বরাগড় থেকে প্রাপ্ত একটি পুরাতাত্ত্বিক নিদর্শন। ২০১৬ সালে প্রাপ্ত এই মূর্তি রাখা আছে মহাফেজ খানায়।
advertisement
3/6
এছাড়াও রয়েছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিজড়িত রাজবাড়ি, পুরনো মন্দির। পাশেই রয়েছে মুকুটমণিপুর। সব মিলিয়ে এক দারুণ মেলবন্ধন।
এছাড়াও রয়েছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিজড়িত রাজবাড়ি, পুরনো মন্দির। পাশেই রয়েছে মুকুটমণিপুর। সব মিলিয়ে এক দারুণ মেলবন্ধন।
advertisement
4/6
ইতিহাসের পৃষ্ঠপোষক সুকুমার বন্দ্যোপাধ্যায় বলেন,'' শুকুর পরগনার প্রাচীনতম স্থাপত্য কালাচাঁদ মন্দির যা বহন করে আসছে তৎকালীন ইতিহাস।
ইতিহাসের পৃষ্ঠপোষক সুকুমার বন্দ্যোপাধ্যায় বলেন,'' শুকুর পরগনার প্রাচীনতম স্থাপত্য কালাচাঁদ মন্দির যা বহন করে আসছে তৎকালীন ইতিহাস"
advertisement
5/6
রাইপুর রাজবাড়ি। মহকুমার রাইপুর ব্লকে অবস্থিত এই বাড়িটি, আজ আর নেই রাজত্ব, নেই আড়ম্বর।
রাইপুর রাজবাড়ি। মহকুমার রাইপুর ব্লকে অবস্থিত এই বাড়িটি, আজ আর নেই রাজত্ব, নেই আড়ম্বর।
advertisement
6/6
মুকুটমণিপুরের খুব কাছে পুড্ডির লক্ষ্মী জনার্দন মন্দির, যা বেশিরভাগ সময় থাকে জলের তলায়।
মুকুটমণিপুরের খুব কাছে পুড্ডির লক্ষ্মী জনার্দন মন্দির। যা বেশিরভাগ সময় থাকে জলের তলায়।
advertisement
advertisement
advertisement