Bank Account fraud: ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ৩৮ লক্ষ টাকা উধাও দুই বৃদ্ধার! পুলিশি তৎপরতার ফেরত পেলেন সবটাই

Last Updated:

Bank Account fraud: অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছিল টাকা, বাগুইহাটি থানার তৎপরতায় ফিরে পেলেন দুই বৃদ্ধা। মণিমালা ঘোষাল এবং উর্মিলা দেবী নামে দুই ব্যক্তি বাগুইআটি থানায় অভিযোগ করেন তাদের ব্যাঙ্কের বই থেকে ১৯ লাখ ১৯ হাজার ২৭ টাকা ও ১৮ লাখ ৫৪ হাজার ৪০৮ টাকা উধাও হয়ে যায়৷ ফিরিয়ে দিল পুলিশ।

News18
News18
কলকাতা: অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছিল টাকা, বাগুইহাটি থানার তৎপরতায় ফিরে পেলেন দুই বৃদ্ধা। পুলিশ সূত্রে খবর, মণিমালা ঘোষাল এবং উর্মিলা দেবী নামে দুই ব্যক্তি বাগুইআটি থানায় অভিযোগ করেন তাদের ব্যাঙ্কের বই থেকে ১৯ লাখ ১৯ হাজার ২৭ টাকা ও ১৮ লাখ ৫৪ হাজার ৪০৮ টাকা উধাও হয়ে যায়৷ দুজনেরই একই ব্যঙ্কে অ্যাকাউন্ট ছিল বলে খবর। এই ঘটনার তদন্তে নামে বাগুইআটি থানার পুলিশ। বাগুইআটি থানার এসআই গোবিন্দ সরকার এই ঘটনার তদন্ত শুরু করেন।
তদন্তের পরে জানা যায়, ডিজিটাল প্রতারণা নয় একদম অন্য কায়দায় টাকা উধাও! কী ভাবে যোগসূত্র পাওয়া যাবে তা অন্বেষণ করা অবশ্যই চ্যালেঞ্জ ছিল পুলিশের কাছে৷ তবে সে অধরাকেই ধরে ফেলল বাগুইআটি থানার পুলিশ। দুই প্রবীণ নাগরিক ফিরে পেলেন টাকা। রবিবার ভুক্তভুগী উর্মিলা দেবীকে ১৯ লাখ ১৯ হাজার ২৭ টাকা এবং ভুক্তভোগী মনিমালা ঘোষালকে প্রায় ১৮ লাখ ৫৪ হাজার ৪০৮ টাকা হাতে তুলে দিল বাগুইআটি থানার পুলিশ৷
advertisement
advertisement
কী ভাবে ব্যাঙ্কের বই থেকে উধাও হল টাকা? কে বা কারা এর সঙ্গে জড়িত তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ৷ সর্ষের ভেতরেই কী লুকিয়ে রয়েছে ভুত অর্থাৎ এই ব্যাঙ্কের ভেতরেই কী অভিযুক্ত লুকিয়ে? না কি পুরো ঘটনার সঙ্গে বাইরের কেউ জড়িত তা এখনও জানা যায়নি। প্রতারক এখনও অধরা৷ তবে টাকা হাতে পেয়ে খুশি দুই বৃদ্ধার পরিবার।
advertisement
ইদানিং সময়ে অর্থাৎ ডিজিটাল যুগে নিত্যদিনের আতঙ্ক ডিজিটাল অ্যারেস্ট কিন্তু এই দুই বৃদ্ধার কাছে কোনও রকম কোনও ওটিপি বা প্রতারকদের কল আসেনি। ব্যাঙ্কে জমানো টাকার অঙ্ক না মিলতেই চিন্তায় পড়ে দুই প্রবীণ নাগরিকের পরিবার। পুলিশের তদন্তে সবরকম সাহায্য করে ব্যাঙ্কটি। অবশেষ উদ্ধার বিশাল অঙ্কের টাকা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bank Account fraud: ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ৩৮ লক্ষ টাকা উধাও দুই বৃদ্ধার! পুলিশি তৎপরতার ফেরত পেলেন সবটাই
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement