School Bus Accident: মধ্যপ্রদেশে ৪২ জন ছাত্র নিয়ে ১২ ফুট উঁচু সেতু থেকে নদীতে ছিটকে পড়ল স্কুলবাস! হাহাকার

Last Updated:

School Bus Accident: মধ্যপ্রদেশে ১২ ফুট উঁচু সেতু থেকে নদীতে ছিটকে পড়ল বাস। মধ্যপ্রদেশে বাহাদুরপুর উচ্চ মাধ্যমিক স্কুলের বাস ৪২ জন ছাত্র ও স্টাফকে নিয়ে যাওয়ার সময় বিদিশা জেলার সাগর নদীর উপর ১২ ফুট উঁচু ব্রিজ থেকে পড়ে যায়।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
বিদিশা: মধ্যপ্রদেশে ১২ ফুট উঁচু সেতু থেকে নদীতে ছিটকে পড়ল বাস। মধ্যপ্রদেশে বাহাদুরপুর উচ্চ মাধ্যমিক স্কুলের বাস ৪২ জন ছাত্রস্টাফকে নিয়ে যাওয়ার সময় বিদিশা জেলার সাগর নদীর পর ১২ ফুট উঁচু ব্রিজ থেকে পড়ে যায়, তে অন্তত ২৮ জন শিশু আহত হ
advertisement
advertisement
জানা গিয়েছে দুর্ঘটনার সময় ছাত্ররা সাঁচীতে পিকনিক ট্রিপে যাচ্ছিল। বাসটি সকাল ৮টা নাগাদ স্কুল থেকে ছেড়ে যায়, আর দুর্ঘটনাটি ঘটে সকাল ১০:৩০টা নাগাদস্থানীয়দের দাবি, চালক অন্য একটি গাড়িকে রাস্তা ছাড়তে গিয়ে বাসটি ব্রিজের কিনারার দিকে নিয়ে যায়, তারপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
advertisement
বাসটি ব্রিজ থেকে পড়ে শুকনো নদীর নীচে চলে যায়, সঙ্গে সঙ্গে শিশুদের চিৎকার চারপাশে ছড়িয়ে পড়ে। আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং কর্তৃপক্ষকে খবর দেন, দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়
advertisement
উদ্ধারকারীরা ক্ষতিগ্রস্ত বাস থেকে শিশুদের উদ্ধার করে, দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাআহতদের মধ্যে অনেকের হাত-পা ভেঙে গিয়েছে, আর ৪-৫ জন ছাত্রের আঘাত গুরুতর হওয়ায় তাদের বিদিশা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
School Bus Accident: মধ্যপ্রদেশে ৪২ জন ছাত্র নিয়ে ১২ ফুট উঁচু সেতু থেকে নদীতে ছিটকে পড়ল স্কুলবাস! হাহাকার
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement