Sachin Tendulkar and Lionel Messi: মুম্বইতে একমঞ্চে কিংবদন্তিরা! মেসিকে বিশ্বকাপ জেতা জার্সি উপহার দিলেন সচিন, সুনীলও পেলেন লিওর উপহার
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Sachin Tendulkar and Lionel Messi: কলকাতায় যুবভারতীর মাঠে মেসিকে নিয়ে তুমুল বিশৃঙ্খলা হলেও ঝকঝকে এবং শান্তিপূর্ণ শো দেখেছিল হায়দরাবাদ। এবার মুম্বইতে মেসির সঙ্গে মিললেন ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর।
মুম্বই: কলকাতায় যুবভারতীর মাঠে মেসিকে নিয়ে তুমুল বিশৃঙ্খলা হলেও ঝকঝকে এবং শান্তিপূর্ণ শো দেখেছিল হায়দরাবাদ। এবার মুম্বইতে মেসির সঙ্গে মিললেন ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর। মুম্বইয়ে ওয়াংখেড়ের মাঠে এদিন হাজির ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ, সুনীল ছেত্রী-সহ বেঙ্গালুরু এফসির ফুটবলাররা। মেসির সঙ্গে ছিলেন সুয়ারেজ এবং আর্জেন্টাইন ফুটবলার ডি পল।
advertisement
advertisement
মুম্বইয়ের মাঠে এদিন সুনীল ছেত্রীকে নিজের সই করা আর্জেন্টিনার জার্সি উপহার দেন মেসি। মেসির হাত ধরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ উদ্বোধন করেন প্রোজেক্ট মহাদেবার, যার মধ্যে রয়েছে মহারাষ্ট্র ফুটবলের তৃণমূল স্তর থেকে উন্নয়ন।
advertisement
এর মধ্যেই সচিনের সঙ্গে দেখা করেন মেসি। সেই সময় সচিন নিজের বিশ্বকাপ জেতা জার্সি উপহার দেন মেসিকে। মেসিও সচিনকে বিশ্বকাপ জেতার বল উপহার দেন। একই মঞ্চে দেখা যায় মেসি, সচিন, সুয়ারেজ এবং ডিপলকে। সেই সময় মেসির হাতে ছিল ভারতীয় পতাকা এবং সচিনে হাতে ছিল মেসির দেওয়া বিশেষ উপহার। সচিন মেসির সঙ্গে সাক্ষাৎ নিয়ে ফেসবুকে পোস্টও দেন।
advertisement
শুধু সচিন নয় মেসির পাশে ছিলেন ভারতের কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রীও, সুনীলকে নিজের সই করা আর্জেন্টিনার জার্সি উপহার দেন মেসি। সচিন, সুনীল, মেসি- সকলের জার্সি নম্বর ১০, আরব সাগরের ধারে মিললেন সকলে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 14, 2025 7:50 PM IST










