Sachin Tendulkar and Lionel Messi: মুম্বইতে একমঞ্চে কিংবদন্তিরা! মেসিকে বিশ্বকাপ জেতা জার্সি উপহার দিলেন সচিন, সুনীলও পেলেন লিওর উপহার

Last Updated:

Sachin Tendulkar and Lionel Messi: কলকাতায় যুবভারতীর মাঠে মেসিকে নিয়ে তুমুল বিশৃঙ্খলা হলেও ঝকঝকে এবং শান্তিপূর্ণ শো দেখেছিল হায়দরাবাদ। এবার মুম্বইতে মেসির সঙ্গে মিললেন ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর।

সচিনের সঙ্গে মেসি
সচিনের সঙ্গে মেসি
মুম্বই: কলকাতায় যুবভারতীর মাঠে মেসিকে নিয়ে তুমুল বিশৃঙ্খলা হলেও ঝকঝকে এবং শান্তিপূর্ণ শো দেখেছিল হায়দরাবাদ। এবার মুম্বইতে মেসির সঙ্গে মিললেন ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর। মুম্বইয়ে ওয়াংখেড়ের মাঠে এদিন হাজির ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ, সুনীল ছেত্রী-সহ বেঙ্গালুরু এফসির ফুটবলাররা। মেসির সঙ্গে ছিলেন সুয়ারেজ এবং আর্জেন্টাইন ফুটবলার ডি পল।
advertisement
advertisement
মুম্বইয়ের মাঠে এদিন সুনীল ছেত্রীকে নিজের সই করা আর্জেন্টিনার জার্সি উপহার দেন মেসি। মেসির হাত ধরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ উদ্বোধন করেন প্রোজেক্ট মহাদেবার, যার মধ্যে রয়েছে মহারাষ্ট্র ফুটবলের তৃণমূল স্তর থেকে উন্নয়ন।
advertisement
এর মধ্যেই সচিনের সঙ্গে দেখা করেন মেসি। সেই সময় সচিন নিজের বিশ্বকাপ জেতা জার্সি উপহার দেন মেসিকে। মেসিও সচিনকে বিশ্বকাপ জেতার বল উপহার দেন। একই মঞ্চে দেখা যায় মেসি, সচিন, সুয়ারেজ এবং ডিপলকে। সেই সময় মেসির হাতে ছিল ভারতীয় পতাকা এবং সচিনে হাতে ছিল মেসির দেওয়া বিশেষ উপহার। সচিন মেসির সঙ্গে সাক্ষাৎ নিয়ে ফেসবুকে পোস্টও দেন।
advertisement
শুধু সচিন নয় মেসির পাশে ছিলেন ভারতের কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রীও, সুনীলকে নিজের সই করা আর্জেন্টিনার জার্সি উপহার দেন মেসি। সচিন, সুনীল, মেসি- সকলের জার্সি নম্বর ১০, আরব সাগরের ধারে মিললেন সকলে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sachin Tendulkar and Lionel Messi: মুম্বইতে একমঞ্চে কিংবদন্তিরা! মেসিকে বিশ্বকাপ জেতা জার্সি উপহার দিলেন সচিন, সুনীলও পেলেন লিওর উপহার
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement