জেলার সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা! গড়তে লেগেছে ৫ মাস! কীসের তৈরি জানেন? চলে আসুন দেখতে

Last Updated:

সম্পূর্ণ মূর্তি তৈরি করা হয়েছে মাটি দিয়ে নয়! মূর্তিটি তৈরি করতে সময় লেগেছে প্রায় চার থেকে পাঁচ মাস, জানেন কোথায়?

+
রানাঘাটের

রানাঘাটের ৫১ ফুটের সরস্বতী মূর্তি

রানাঘাট: নদিয়ার সবচেয়ে বড় সরস্বতী পুজো হচ্ছে এবার রানাঘাটে। সংগ্রামী সংঘ তাদের পুজো এই বার রজতজয়ন্তী বর্ষে সবচেয়ে সর্ববৃহৎ সরস্বতী তৈরি করে আলোড়ন ফেলেছে। এর আগে রানাঘাট কমলপুরে বিশ্বের সবচেয়ে বড় দূর্গা তৈরি হয়ে পুজো বন্ধ হয়ে যায়। তাই এই বার রজতজয়ন্তী বর্ষে সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা তৈরি করে পুজো অনুষ্ঠিত হল।
সেই সঙ্গে কচিকাঁচারা মোবাইলের গেম ছেড়ে তারা এমন কর্মকাণ্ডের সাক্ষী হয়ে বইমুখি হতে পারে তার জন্য এই প্রচেষ্টা তাদের। সেই সঙ্গে বড় সরস্বতী তৈরি করে রানাঘাটের নাম একটু ছড়িয়ে পরে তার প্রচেষ্টা চালিয়ে যাওয়া।
advertisement
advertisement
ক্লাবের কর্মকর্তা জানান, এবছর তাদের ক্লাবের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে এক বছর ধরেই পরিকল্পনা ছিল বিশেষ কিছু ভাবনার। আর সেই কারণেই প্রায় ৫১ ফুটের এই সরস্বতী দেবীর মূর্তি তৈরি করে তাক লাগিয়ে দিতে চেয়েছিলেন গোটা বাংলাকে। তবে এখন শোনা যাচ্ছে তাদের থেকেও বেশি উচ্চতা বিশিষ্ট একটি মূর্তি নির্মাণ হয়েছে কলকাতা পার্শ্ববর্তী এলাকায়, তবে একেবারে নিরাশ হননি তাঁরা।
advertisement
গোটা বাংলা না হোক নদিয়া জেলার মধ্যে সর্ববৃহৎ উচ্চতার প্রতিমা তারাই তৈরি করেছে বলে এমনটাই দাবি করছেন পূজো উদ্যোক্তারা। সম্পূর্ণ মূর্তি তৈরি করা হয়েছে, ফাইবার দিয়ে। মূর্তিটি তৈরি করতে সময় লেগেছে প্রায় চার থেকে পাঁচ মাস। ইতিমধ্যেই জেলার এই বিশেষ পুজো দেখতে ভিড় করেছেন আট থেকে আশি সকলেই।
Mainak Debnath
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জেলার সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা! গড়তে লেগেছে ৫ মাস! কীসের তৈরি জানেন? চলে আসুন দেখতে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement