'ধনকে দেখিলু...মনকে চিনলু নাই' ভাইরাল গানের 'নায়ক' এখন কী করেন? জানলে আপনি চমকাতে বাধ্য
- Published by:Tias Banerjee
Last Updated:
Chi Chi Chi Re Nani: ১৯৯৫ সালে লেখা ও ২০০৫ সালে মুক্তি পাওয়া বিভূতি বিসওয়ালের অভিনীত ওড়িয়া গান ‘ছিঃ ছিঃ রে ননী ছিঃ’ ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে ২০ বছর পর আবার আলোচনায় এসেছে। ইউটিউবে ভিউ ১২০ কোটি ছাড়িয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
এই গানের শুরু সম্বলপুর থেকে। এখন তা ছড়িয়ে পড়েছে ওড়িশা পেরিয়ে গোটা দুনিয়ায়। নতুন বছরের শুরুতেই “ছি ছি ছিঁড়ে ননী...” গানটি যেন এক জাদু ছড়িয়েছে। ইউটিউবে গানটির ভিউ ছাড়িয়েছে ১২০ কোটির গণ্ডি! সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক লাখের বেশি ব্যবহারকারী এই গানের উপর শর্ট ক্লিপ তৈরি করেছেন।—'ছিঃ ছিঃ রে ননী ছিঃ…।’ বিশেষ করে গানের একটি পরিচ্ছদ মুখে মুখে ফিরছে— (Chi Chi Chi re Nani Bengali Lyrics) ধন কে দেখিলু তুই ননী সিনা মনকে চিনলু নাই সুনাকে চিনলু বানাকে চিনলু মনিষো চিনলু নাই ধন নাই বলি মোর পাখে ননী তার কাজে উঠি গলু ধন আছি সিনা মন নাই তাকে তুই জানি না পারিলু গোটে দিনাো মিশা যগি দেলু নাহি কেড়ে কথা করি দেলু। মুই গাঁ যাই করি আসলা বেলে কেন্তা পাছরি দেলু। রে ননী ছিঃ ছিঃ ছিঃ
advertisement
গানটি ১৯৯৫ সালে লেখা হলেও ২০০৫ সালে চিত্রায়িত হয়। লেখা হওয়ার ১০ বছর পর গানটির ভিডিও তৈরি করা হয়। গানের প্রযোজক তথা রচয়িতা সীতারাম আগরওয়াল এর কৃতিত্ব দিয়েছেন প্রয়াত গায়ক ও গীতিকার সত্যনারায়ণ অধিকারীকে। তবে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছেন ভিডিওর মুখ্য চরিত্র সম্বলপুরের বিভূতি বিশ্বাল এবং পরিচালক মনভঞ্জন নায়ক।
advertisement
advertisement
এমন পরিস্থিতিতে, অভিনেতা বিভূতি বিসওয়াল সম্প্রতি এক সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিয়েছেন। প্রায় ২০ বছর পর তিনি আবারও আলোচনায় এসেছেন। সম্বলপুরের বাসিন্দা বিভূতি বিশ্বাল একজন নিবেদিতপ্রাণ মঞ্চশিল্পী। থিয়েটারে তাঁর দক্ষতা, প্রধান এবং পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ইতিমধ্যেই নিজের জায়গা করে নিয়েছেন। আকাশবাণী সম্বলপুরের সঙ্গে যুক্ত এই শিল্পী পার্ট-টাইম আর্ট টিচার হিসেবেও কাজ করেন।
advertisement
২০ বছর পর তাঁকে দেখে ভক্তরা অবাক হয়েছেন, আর তিনিও আনন্দ প্রকাশ করেছেন যে তার গানটি এখন ট্রেন্ড করছে। বিভূতি জানিয়েছেন, পরিচালক মনভঞ্জন নায়কের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল এক থিয়েটারের মাধ্যমে। বিভূতির গ্রাম্য চেহারা এবং সহজাত অভিনয় দক্ষতা দেখে পরিচালক তাঁকে এই মিউজিক ভিডিওতে অভিনয়ের প্রস্তাব দেন। যদিও এর আগে কখনও মিউজিক ভিডিওতে অভিনয় বা নাচ করেননি তিনি, তবুও নির্মাতারা তাঁর উপর ভরসা করেছিলেন।
advertisement
advertisement
advertisement