কুকুর কেন মানুষকে চেটে দেয়? শুধুই কি 'ভালবাসা'র প্রকাশ? আসল কারণ আপনাকে হতবাক করতে পারে!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Dog: কুকুর একমাত্র পশু যারা আদিম যুগ থেকে মানুষের কাছে কাছে থাকে। মানুষের সঙ্গ ভীষণ ভালবাসে তারা। শুধু মালিককে নয়, পোষ্য কুকুর থেকে শুরু করে পথকুকুররা সদ্য আলাপ হওয়া মানুষকেও চেটে দেয় অনেক সময়। বেশিরভাগ মানুষই মনে করেন, কুকুররা ভালবাসছে বলে চাটছে। এটা তাদের ভালবাসা, বন্ধুত্ব এবং স্নেহের প্রকাশ। আদতে কি তাই?
advertisement
advertisement
advertisement
advertisement
মনোবিজ্ঞান বলছে, কুকুর আপনার থেকে প্রতিদিনের খাবার নিশ্চিত করতে চাইছে। ঠিক যেভাবে তার মা ছোটবেলায় তাকে চেটে পরিষ্কার করে দিত, তাতে থাকত বাৎসল্য। সেই স্মৃতি এইভাবে সে অনুভব করে। কুকুর যখন আপনাকে চাটে তখন তাদের মধ্যে ডোপামিন এবং এন্ডারফিন নিঃসৃত হয় যা তাদের অন্যদের সঙ্গে সংযোগ স্থাপনে সহায়তা করে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement