Saraswati Puja 2024: সবদিক থেকেই বাগদেবীর আশীর্বাদ বঞ্চিত রাজেন্দ্রর হাতেই চিন্ময়ী হন দেবী সরস্বতী

Last Updated:

বুদবুদ সংলগ্ন এলাকাতেই রয়েছে রাজেন্দ্রবাবুর ওয়ার্কশপ। সেখানে বছরের প্রতিটি দিনই তিনি কোনও না কোনও প্রতিমা তৈরির কাজে ব্যস্ত থাকেন

+
রাজেন্দ্র

রাজেন্দ্র পালের হাতে সরস্বতীর রূপদান।

পশ্চিম বর্ধমান: এক মনে তিনি প্রতিমা গড়ে চলেন। চারপাশে কী হচ্ছে সেদিকে হুঁশ থাকে না। দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী এক মনে তিনি বছরভর জুড়ে তৈরি করেন। সামনে সরস্বতী পুজো। তাই চরম ব্যস্ততা শিল্পীদের মধ্যে। সেই তালিকায় আছেন রাজেন্দ্র প্রসাদ পালও। বাগদেবীর মৃন্ময়ী রূপ ফুটে উঠছে তাঁর হাতে। কিন্তু সেই তিনিই দেবী সরস্বতীর আশীর্বাদ বঞ্চিত।
বুদবুদ সংলগ্ন এলাকাতেই রয়েছে রাজেন্দ্রবাবুর ওয়ার্কশপ। সেখানে বছরের প্রতিটি দিনই তিনি কোনও না কোনও প্রতিমা তৈরির কাজে ব্যস্ত থাকেন। কখনও তিনি খড়ের কাঠামোয় মাটির প্রলেপ দেন। কখনও আবার প্রতিমাতে রং তুলির কেরামতি দেখান। সহযোগিতার জন্য এগিয়ে আসেন তাঁর ছেলে। সেই ছোট বয়স থেকেই তিনি রং-তুলি হাতে তুলে নিয়েছেন। চারপাশে কী হচ্ছে তিনি বুঝতে পারেন না, জানতে তেমন আগ্রহও নেই। মত্ত থাকেন নিজের কাজে।
advertisement
advertisement
রাজেন্দ্র প্রসাদ পাল বিশেষভাবে সক্ষম। ছোট বয়স থেকেই কানে শুনতে পান না। কথাও বলতেও পারেন না। রাজেন্দ্রবাবুর বাবা ছেলেকে নিয়ে বিভিন্ন চিকিৎসকের কাছে গিয়েছিলেন। ছেলেকে বাকশক্তি, শ্রবণশক্তি ফিরিয়ে দেওয়ার একাধিক চেষ্টা করেছেন। কিন্তু একটা সময়ে গিয়ে চিকিৎসকরাও হাল ছেড়ে দেন। ফলে জীবনের দুই গুরুত্বপূর্ণ অঙ্গ ছাড়াই যুদ্ধ করে চলেছেন রাজেন্দ্রবাবু।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
রাজেন্দ্রবাবুর ছেলে অরূপ পাল বলেন, তিনি বাবার কাছ থেকেই কাজ শিখেছেন। বাবা ছোট বয়স থেকেই এই কাজে হাত পাকিয়েছেন। এখন তাঁরাও বাবার হাত ধরে দক্ষ হয়েছেন। প্রতিমা তৈরির কাজে বাবার নিপুণ শিল্পকলা দেখে তাঁদের আক্ষেপ হয়, কেন বাগদেবীর আশীর্বাদ থেকে তিনি বঞ্চিত হয়েছেন। সরকারি সাহায্য নিয়েও আক্ষেপ রয়েছে তাঁদের। কারণ সেই বাম আমলে শুরু হওয়া সামান্য ভাতা পান রাজেন্দ্রবাবু। তবে শিল্পীর এইসব বিষয়ে না আছে কোনও আক্ষেপ, না আছে কোনও হুঁশ। তিনি এগিয়ে চলেছেন নিজের মত, কাজ করছেন নিজের খেয়ালে।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saraswati Puja 2024: সবদিক থেকেই বাগদেবীর আশীর্বাদ বঞ্চিত রাজেন্দ্রর হাতেই চিন্ময়ী হন দেবী সরস্বতী
Next Article
advertisement
৪ ঘণ্টার চেষ্টায় ২৪টি দমকলের ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে আনা হল! অগ্নিকাণ্ডের কারণ নিয়ে ধোঁয়াশা
৪ ঘণ্টার চেষ্টায় ২৪টি দমকলের ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে আনা হল! কারণ নিয়ে ধোঁয়াশা
  • বড়বাজারের এজরা স্ট্রিটে বৈদ্যুতিন সামগ্রীর দোকানে ভোরে আগুন লাগে, ২৪টি দমকল ইঞ্জিন নিয়ন্ত্রণে আনে.

  • দাহ্য বৈদ্যুতিক সামগ্রী ও সংকীর্ণ রাস্তার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ল্যাডার ব্যবহার সম্ভব হয়নি.

  • প্রাথমিক অনুমান ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হলেও, ফরেন্সিক পরীক্ষার পরেই আগুনের উৎস নিশ্চিত হবে.

VIEW MORE
advertisement
advertisement