Saraswati Puja 2024: পরীক্ষা ও ভালবাসা দিবসের জোড়া ধাক্কায় বিদ্ধ বাগদেবীর আরাধনা
- Reported by:NAYAN GHOSH
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
ঘটা করে পুজোর বদলে নমো নমো করেই পুজো সারতে চাইছেন অনেকে। নেপথ্যে রয়েছে দুটি কারণ। তার ফলেই বিদ্যারদেবীর সঙ্গে কম্প্রোমাইজের রাস্তা বেছে নিতে বাধ্য হয়েছেন
পশ্চিম বর্ধমান: হাতে আর মাত্র একদিন। তারপরেই বিদ্যার দেবীর আরাধনায় মেতে উঠবে বঙ্গবাসী। তবে এবার পরীক্ষা আর ভালোবাসা দিবসের জোড়া ফলায় বাগদেবীর আরাধনায় যেন অনেকটাই ভাটা পড়েছে।
এবার ঘটা করে পুজোর বদলে নমো নমো করেই পুজো সারতে চাইছেন অনেকে। নেপথ্যে রয়েছে দুটি কারণ। তার ফলেই বিদ্যারদেবীর সঙ্গে কম্প্রোমাইজের রাস্তা বেছে নিতে বাধ্য হয়েছেন অনেক উদ্যোক্তা। টিনেজাররাও কিছুটা দোলাচালে রয়েছে এখনও। একদিকে সরস্বতী পুজোর নস্টালজিয়ার টান আর অন্যদিকে ভালোবাসা দিবসের আবেগ, দুইয়ে মিলে তারা কোন দিকে যাবে পুরোপুরি যেন সিদ্ধান্ত নিতে পারছে না।
advertisement
advertisement
সদ্য শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। কিন্তু সামনেই রয়েছে উচ্চমাধ্যমিক। ফলে পড়ুয়ারা মনোনিবেশ করেছে পড়াশোনার দিকেই। তাই বিদ্যাদেবীর কাছে ক্ষমা চেয়ে পুজোর জাঁকজমক কমিয়েছেন উদ্যোক্তারা। মণ্ডপে কাটানোর জন্য যে সময় এতদিন বরাদ্দ ছিল সেখান থেকেও কাটছাঁট হয়েছে। যে কারণে অনেক উদ্যোক্তা পুজোর বাজেট কমিয়ে দিয়েছেন। বড় মূর্তির বদলে নিয়ে গিয়েছেন ছোট মূর্তি। নিয়ম রক্ষার পুজো করেই এই বছরটা অনেক উদ্যোক্তারা কাটিয়ে দিতে চাইছেন।সরস্বতী পুজোর অনুষ্ঠানেও কাটছাঁট করা হয়েছে। পড়ুয়াদের যাতে পরীক্ষার আগে সমস্যার মধ্যে পড়তে না হয়, সেই সব বিষয়গুলি মাথায় রেখে বিদ্যার দেবীর আরাধনায় নেওয়া হয়েছে কম্প্রোমাইজের চিন্তাভাবনা।
advertisement
সরস্বতী পুজোয় পরীক্ষার সঙ্গে দোসর হয়েছে ভ্যালেন্টাইন্স ডে। অনেকেই ঠিক করতে পারছেন না, ওইদিন পুজোর আয়োজনে সময় কাটাবেন, নাকি প্রিয়জনকে নিয়ে বাইরে একটু ঘুরতে যাবেন। দোলাচালের মধ্যে থেকেই অনেক উদ্যোক্তা পুজোর জন্য বরাদ্দ সময় কমিয়েছেন। নিয়ম রক্ষার পুজো করে পরিকল্পনা রাখছেন আগামী বছর জাঁকজমকের জন্য। চলতি বছরে সরস্বতী পুজোর জৌলুস কমার এটাও অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
আসানসোলের মহিশিলার এক মৃৎশিল্পী তুষার পাল বলেন, চলতি বছরে প্রতিমার চাহিদা কিছুটা কমেছে। উল্লেখযোগ্যভাবে কমেছে বড় প্রতিমার চাহিদা। বড় বড় ক্লাব যেগুলি জাঁকজমক সহকারে পুজো করে, তারা এ বছর উৎসবে কাটছাঁট করেছেন। বাজেটের থেকেও এখানে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আয়োজকদের সঙ্গে পাওয়া। কারণ পরীক্ষার সময় রয়েছে। তার ফলে অনেক উদ্যোক্তা বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 12, 2024 4:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saraswati Puja 2024: পরীক্ষা ও ভালবাসা দিবসের জোড়া ধাক্কায় বিদ্ধ বাগদেবীর আরাধনা










