Bengali News: কোনক্রমে গাড়ি থামিয়ে দরজা খুলে নেমেই প্রাণপণে দৌড় চালকের, একটুর জন্য বেঁচে গেলেন

Last Updated:

ইদানিং রাত হলেই হাতির তাণ্ডব শুরু হচ্ছে কালচিনি ব্লকের গুদামডাবরি এলাকায়। বক্সার জঙ্গল থেকে বেড়িয়ে হাতি প্রবেশ করে গুদামডাবরি এলাকায়

বুনো হাতি
বুনো হাতি
আলিপুরদুয়ার: একটুর জন্য হাতির পায়ের নিচে পিষ্ট হওয়া থেকে বেঁচে গেলেন এক গাড়ি চালক। রাস্তার উপর গাড়ি থামিয়ে তা থেকে দৌড়ে নেমে প্রাণ বাঁচালেন। গাড়ির আলোয় হাতি না দেখতে পেলে ভয়ঙ্কর বিপদে পড়তে পারতেন ওই চালক।
ইদানিং রাত হলেই হাতির তাণ্ডব শুরু হচ্ছে কালচিনি ব্লকের গুদামডাবরি এলাকায়। বক্সার জঙ্গল থেকে বেড়িয়ে হাতি প্রবেশ করে গুদামডাবরি এলাকায়। এরপর এলাকার বাসিন্দাদের জমির ফসল ও সুপারি বাগান নষ্ট করে দেয়। এই ঘটনা প্রতিদিনের হয়ে দাঁড়িয়েছে। রাত ১০ টা বাজলেই হাতির দল চলে আসে এলাকায়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এলাকার পাশাপাশি প্রধান রাস্তাতেও দেখা যায় হাতির দলটিকে। রবিবার গভীর রাতে মৃত‍্যুর মুখ থেকে এভাবেই ফিরে এলেন এক গাড়ির চালক। রাস্তার মাঝে বুনো হাতি দেখে প্রাণপ্রণে ব্রেক কষে গাড়ি দাঁড় করান। এরপর দরজা খুলে গাড়ি থেকে নেমেই উল্টোদিকে দৌড়ে পালিয়ে যান। উল্লেখ্য রাত হলেই রাজাভাতখাওয়া এলাকায় আলিপুরদুয়ারগামী সড়কে চলে আসে হাতি। রবিবার রাতে একটি বুনো হাতি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল রাস্তার উপর। পরবর্তীতে হাতিটি জঙ্গলে চলে যায়। অন‍্যদিকে গাড়ির চালক রাস্তার মাঝে গাড়ি দাঁড় করিয়ে কিছুটা দুরে দাঁড়িয়ে হাতির গতিবিধি দেখছিলেন। পরবর্তীতে হাতিটি চলে যেতে ওই গাড়ির চালক আবার গাড়ি নিয়ে র‌ওনা হন।যদিও গাড়ির চালকের নাম, পরিচয় জানা যায়নি।
advertisement
অনন্যা দে
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali News: কোনক্রমে গাড়ি থামিয়ে দরজা খুলে নেমেই প্রাণপণে দৌড় চালকের, একটুর জন্য বেঁচে গেলেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement