Bengali News: শুরু থেকেই স্থায়ী শিক্ষক নেই, বন্ধের মুখে হুগলির স্কুল

Last Updated:

হুগলির এই স্কুলটি ২০১২ সালের স্থাপিত হয়। কিন্তু প্রথম থেকেই স্থায়ী শিক্ষকের পরিবর্তে অতিথি শিক্ষকদের মাধ্যমে পঠনপাঠন চলছিল

+
স্কুল 

স্কুল 

হুগলি: শিক্ষকের অভাবে প্রায় বন্ধের মুখে স্কুল। ধারাবাহিকতা মেনে এবার সেই তালিকায় উঠে এল খানাকুলের রঞ্জিতবাটি জুনিয়র হাইস্কুল। প্রতিবছর ছাত্র-ছাত্রীর সংখ্যা কমতে কমতে এখন একেবারে তলানিতে এসে ঠেকেছে। যে কোনও মুহূর্তে ছাত্রছাত্রীর সংখ্যা পৌঁছে যেতে পারে শূন্যে।
হুগলির এই স্কুলটি ২০১২ সালের স্থাপিত হয়। কিন্তু প্রথম থেকেই স্থায়ী শিক্ষকের পরিবর্তে অতিথি শিক্ষকদের মাধ্যমে পঠনপাঠন চলছিল। স্কুল শুরুর প্রথমদিকে প্রায় দেড় শতাধিক ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছিল। কিন্তু প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ না করায় ছাত্র-ছাত্রীদের সংখ্যা কমতে শুরু করে। শুরু থেকে এখনও পর্যন্ত কোনও স্থায়ী শিক্ষক নিয়োগ হয়নি। বর্তমানে দু’জন অতিথি শিক্ষক রয়েছে। আর পড়ুয়ার সংখ্যা মাত্র ৭।
advertisement
advertisement
অভিভাবকদের বক্তব্য, অবিলম্বে এই স্কুলে প্রয়োজনীয় সংখ্যক স্থায়ী শিক্ষক নিয়োগ করা হোক। তাহলে পড়ুয়া থেকে অভিভাবক সকলের মধ্যে আস্থা ফিরবে সঙ্গে ছাত্র-ছাত্রীদের আর দূরের স্কুলে পড়তে যেতে হবে না। এতে যেমন ছাত্র-ছাত্রীরা উপকৃত হবে ঠিক তেমনই অভিভাবকরাও নিশ্চিন্তে থাকবেন। না হলে ছেলেমেয়েদেরকে বাড়ি থেকে অনেকটাই দূরে যেতে হচ্ছে। যার ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হয়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
অন্যদিকে অতিথি শিক্ষকেরা জানিয়েছেন, স্থায়ী কোনও শিক্ষক না থাকার জন্য অভিভাবকরা ছাত্র-ছাত্রীদের অন্য স্কুলে নিয়ে চলে যাচ্ছেন। এর ফলেই পড়ুয়ার সংখ্যা কমে গেছে। প্রায় বহু বছর ধরে নিয়োগ না করার জন্য এই স্কুলে সমস্যায় পড়তে হচ্ছে প্রত্যেককে। আমাদের মধ্যে একজন আবার স্কুলে বন্ধ করে দেবে তাহলে একজন মাত্র শিক্ষক নিয়ে এই স্কুল চালানো অসম্ভব হয়ে দাঁড়াবে। তাই তারা দ্রুত সরকারের কাছে নিয়োগের দাবি তুলেছেন
advertisement
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: শুরু থেকেই স্থায়ী শিক্ষক নেই, বন্ধের মুখে হুগলির স্কুল
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement