Sandeshkhali Incident: ‘আগাম জামিন পেলেই লন্ডনে পালাবে শেখ শাহজাহান,’ আদালতে বিস্ফোরক দাবি ED-র...ব্যাকফুটে তৃণমূল নেতা

Last Updated:

এদিন ইডি-র তরফে আদালতে দাবি করা হয়, সরকারি দফতরে হামলার ঘটনাতেও শাহজাহানের সরাসরি যোগ রয়েছে। এই মামলাতে পুলিশের তরফে তাঁকে ফেরার ঘোষণা করা হয়েছে।

কলকাতা: আপাতত স্থগিত হয়ে গেল শেখ শাহজাহানের আগাম জামিন মামলা৷ আগাম জামিনের আবেদন করে মামলা করেছিলেন সন্দেশখালির অভিযুক্ত তৃণমূলনেতা শেখ শাহজাহান। সেই মামলা আজ নগর দায়রা আদালতে তোলা হয়। শুনানি শেষে শেখ শাহজাহানের অগাম জামিনের আবেদন খারিজ করে আদালত৷
আগাম জামিনের বিরোধিতা করতে গিয়ে আদালতে ইডির তরফ থেকে দাবি করা হয়, শাহজাহান ‘ক্ষমতাবান’৷ মাত্র ১৫ মিনিটেই তিন হাজার লোক জড়ো করে ফেলতে পারেন তিনি। শাহজাহান রাজনৈতিক পদে রয়েছেন, তাঁর নামে পুরোনো অপরাধের রেকর্ডও রয়েছে। খুনের ধারাতে মামলার পরেও গ্রেফতার হননি শেখ শাহজাহান।
আরও পড়ুন: সন্দেশখালিতে ফের আগুন…বেড়মজুরে মহিলা-পুলিশ খণ্ডযুদ্ধ! গ্রামে গ্রামে ঘুরে পরিস্থিতি সামলানোর চেষ্টায় রাজীব কুমার
এদিন ইডি-র তরফে আদালতে দাবি করা হয়, সরকারি দফতরে হামলার ঘটনাতেও শাহজাহানের সরাসরি যোগ রয়েছে। এই মামলাতে পুলিশের তরফে তাঁকে ফেরার ঘোষণা করা হয়েছে।
advertisement
advertisement
এই মামলাগুলোকে সামনে রেখেই ইডি জানায়, ‘‘আগাম জামিনের বিরোধিতা করছি কারণ, আগাম জামিন পেলেই শেখ শাহজাহান লন্ডনে চলে যেতে পারেন৷ তাহলে মামলা ভেস্তে যেতে পারে।’’ দোষী না হলে পালিয়ে বেরোচ্ছেন কেন? আদালতে সওয়াল ইডির।
আরও পড়ুন: ‘কিছু লোক চায় না মানুষের সমস্যা সমাধান হোক,’ সন্দেশখালির গ্রামে ফের পৌঁছলেন রাজীব কুমার! কড়া হুঁশিয়ারি
সওয়াল জবাব শোনার পর আপাতত এই জামিন আবেদনের মামলাকে খারিজ করে নগর দায়রা আদালত।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sandeshkhali Incident: ‘আগাম জামিন পেলেই লন্ডনে পালাবে শেখ শাহজাহান,’ আদালতে বিস্ফোরক দাবি ED-র...ব্যাকফুটে তৃণমূল নেতা
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement