Sandeshkhali Incident: ‘আগাম জামিন পেলেই লন্ডনে পালাবে শেখ শাহজাহান,’ আদালতে বিস্ফোরক দাবি ED-র...ব্যাকফুটে তৃণমূল নেতা
- Written by:Rounak Dutta Chowdhury
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
এদিন ইডি-র তরফে আদালতে দাবি করা হয়, সরকারি দফতরে হামলার ঘটনাতেও শাহজাহানের সরাসরি যোগ রয়েছে। এই মামলাতে পুলিশের তরফে তাঁকে ফেরার ঘোষণা করা হয়েছে।
কলকাতা: আপাতত স্থগিত হয়ে গেল শেখ শাহজাহানের আগাম জামিন মামলা৷ আগাম জামিনের আবেদন করে মামলা করেছিলেন সন্দেশখালির অভিযুক্ত তৃণমূলনেতা শেখ শাহজাহান। সেই মামলা আজ নগর দায়রা আদালতে তোলা হয়। শুনানি শেষে শেখ শাহজাহানের অগাম জামিনের আবেদন খারিজ করে আদালত৷
আগাম জামিনের বিরোধিতা করতে গিয়ে আদালতে ইডির তরফ থেকে দাবি করা হয়, শাহজাহান ‘ক্ষমতাবান’৷ মাত্র ১৫ মিনিটেই তিন হাজার লোক জড়ো করে ফেলতে পারেন তিনি। শাহজাহান রাজনৈতিক পদে রয়েছেন, তাঁর নামে পুরোনো অপরাধের রেকর্ডও রয়েছে। খুনের ধারাতে মামলার পরেও গ্রেফতার হননি শেখ শাহজাহান।
আরও পড়ুন: সন্দেশখালিতে ফের আগুন…বেড়মজুরে মহিলা-পুলিশ খণ্ডযুদ্ধ! গ্রামে গ্রামে ঘুরে পরিস্থিতি সামলানোর চেষ্টায় রাজীব কুমার
এদিন ইডি-র তরফে আদালতে দাবি করা হয়, সরকারি দফতরে হামলার ঘটনাতেও শাহজাহানের সরাসরি যোগ রয়েছে। এই মামলাতে পুলিশের তরফে তাঁকে ফেরার ঘোষণা করা হয়েছে।
advertisement
advertisement
এই মামলাগুলোকে সামনে রেখেই ইডি জানায়, ‘‘আগাম জামিনের বিরোধিতা করছি কারণ, আগাম জামিন পেলেই শেখ শাহজাহান লন্ডনে চলে যেতে পারেন৷ তাহলে মামলা ভেস্তে যেতে পারে।’’ দোষী না হলে পালিয়ে বেরোচ্ছেন কেন? আদালতে সওয়াল ইডির।
আরও পড়ুন: ‘কিছু লোক চায় না মানুষের সমস্যা সমাধান হোক,’ সন্দেশখালির গ্রামে ফের পৌঁছলেন রাজীব কুমার! কড়া হুঁশিয়ারি
সওয়াল জবাব শোনার পর আপাতত এই জামিন আবেদনের মামলাকে খারিজ করে নগর দায়রা আদালত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Feb 23, 2024 6:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sandeshkhali Incident: ‘আগাম জামিন পেলেই লন্ডনে পালাবে শেখ শাহজাহান,’ আদালতে বিস্ফোরক দাবি ED-র...ব্যাকফুটে তৃণমূল নেতা










