Sandeshkhali Incident: সন্দেশখালিতে ফের আগুন...বেড়মজুরে মহিলা-পুলিশ খণ্ডযুদ্ধ! গ্রামে গ্রামে ঘুরে পরিস্থিতি সামলানোর চেষ্টায় রাজীব কুমার

Last Updated:

এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকারের সঙ্গে এলাকা পরিদর্শন করে গ্রামবাসীর সঙ্গে কথা বলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার৷ গ্রামবাসীদের কোনও রকমের উত্তেজনায় পা না দেওয়ার পরামর্শও দেন তিনি৷

সন্দেশখালি: সন্দেশখালিতে ফের অশান্তি। বেড়মজুর গ্রাম পঞ্চায়েতের কাছারিবাড়ি এলাকার অঞ্চল সভাপতি অজিত মাইতির বাড়ি ভাঙচুর করল উত্তেজিত গ্রামবাসী। শুধু তাই নয়, অজিত মাইতিকে এদিন এলাকার মহিলারা জুতোপেটাও করেন বলে জানা গিয়েছে। ঘটনার পরেই সন্দেশখালি বেরমজুর এক ও দু’নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি জানালেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার।
এদিন সন্দেশখালি বেড়মজুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝুপখালি এলাকায় মাছ চাষের আলাঘরে আগুন লাগিয়ে দেন উত্তেজিত জনতা। এলাকাবাসীর অভিযোগ, প্রায় ৪০০ বিঘা জমি জবরদখল করে মাছ চাষ করা হতো শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজ এলাকায়। আর তাঁকে সাহায্য করতেন শেখ শাহজাহানের আরেক ডান হাত অজিত মাইতি৷ তেমনটাই অভিযোগ এলাকাবাসীর৷
এদিনের ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশবাহিনী৷ অজিত মাইতির সঙ্গে নিজে কথা বলেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার। তিনি অজিত মাইতির কাছ থেকে অভিযুক্তদের নাম জানতে চান৷ আশ্বাস দেন, অপরাধী প্রত্যেককেই গ্রেফতার করা হবে৷ তবে পাল্টা তিনি জানিয়ে দেন, অজিত মাইতির বিরুদ্ধেও যদি কোনও অভিযোগ থাকে, তাহলে তাঁকেও গ্রেফতার করা হবে বলে জানান তিনি৷
advertisement
advertisement
আরও পড়ুন: ‘যে কোনও বাচ্চার মৃত্যু দুঃখজনক,’ চোপরা শিশুমৃত্যুতে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের! মুখ্যসচিবকে দিলেন নির্দেশ
এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকারের সঙ্গে এলাকা পরিদর্শন করে গ্রামবাসীর সঙ্গে কথা বলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার৷ গ্রামবাসীদের কোনও রকমের উত্তেজনায় পা না দেওয়ার পরামর্শও দেন তিনি৷
সন্দেশখালির কাছাড়িপাড়ায় গ্রামবাসীর উদ্দেশ্যে রাজীব কুমার স্পষ্ট বলেন, ‘‘গ্রামে গ্রামে পুলিশের ক্যাম্প বসছে৷ সেখানে সকলের অভিযোগ নেওয়া হবে৷ সব কিছুর বিরুদ্ধে ব্যবস্থা করা হবে৷ কিন্তু, কেউ যদি নিজের হাতে আইন তুলে নেয়, তাহলে তাঁদের বিরুদ্ধে সবার আগে ব্যবস্থা নেওয়া হবে৷’’ এদিন রাজীব কুমারের সঙ্গেই ছিল জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা৷
advertisement
রাজীব কুমার  এলাকায় পৌঁছনোর পরেও দফায় দফায় উত্তেজনা ছড়ায় বেড়মজুরে৷ একটা সময়ে রীতিমতো পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় এলাকার মহিলাদের৷ রাস্তায় গাছের গুঁড়ি ফেলে হয় পথ অবরোধ৷ রাস্তার মাঝে শুয়ে পড়ে এলাকায় ঢুকতে বাধা দেন এলাকার বাসিন্দারা৷ সব মিলিয়ে এলাকায় ছড়ায় তীব্র উত্তেজনা৷
আরও পড়ুন: মুখ ঢেকে মোদির কাছে যাবেন সন্দেশখালির ‘নির্যাতিতা’রা!… জানাবেন যাবতীয় অভিযোগ, পরিকল্পনা বঙ্গ বিজেপির
শুক্রবার শেখ শাহজাহান অনুগামী তৈয়েব খানের মাছের ভেড়ির আলা ঘরে আগুন ধরিয়ে দিল গ্রামের মানুষ। সন্দেশখালির কাছারি এলাকায় সকাল সকালই ঘটে এই ঘটনা। এলাকার মানুষের অভিযোগ, তৈয়েব খান শেখ শাহজাহানের হয়ে এলাকার মানুষের জমি দখল করে মাছের ভেড়ি করেছিল। কোনও রকম টাকা পয়সা দিত না, টাকা পয়সা চাইতে গেলে হুমকি দিত। তাই আজ এলাকার মানুষ একজোট হয়ে সেই মাছের ভেড়ির আলা ঘরে আগুন ধরিয়ে দেয় বলে জানা গিয়েছে।
advertisement
গ্রামবাসীর অভিযোগ, বিরোধী দল করে তাই আবাস যোজনার ঘরের তালিকায় নাম আসার পরেও সেই নাম কেটে দিয়েছে, বিধবা ভাতার তালিকায় নাম আসার পরেও সেই নাম কেটে দেওয়া হয়েছে, বার্ধক্য ভাতা করে দেওয়া হয়নি। আমফানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ত্রিপল বা সরকারের ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়নি। এতদিন অসহায় অবস্থায় ছিল কয়েকশো পরিবার ।
advertisement
সন্দেশখালি রয়েরমারির ঘোজাপাড়া এলাকার হরেন্দ্রনাথ সর্দার , করুণা মণ্ডল সর্দার, লক্ষ্মী সর্দার সহ এলাকার মানুষের অভিযোগ, এলাকার মানুষ বিরোধী দলকে সাপোর্ট করেন, তাই আবাস যোজনার ঘরের তালিকায় নাম আসার পরেও শেখ শাহজাহান সেই নাম কেটে দিয়েছিল। আমফানে বাড়ি ঘর ভেঙে পড়েছে , ত্রিপল দেয়নি এমনকি সরকারের যে ক্ষতিপূরণের কুড়ি হাজার টাকা সেটাও দেয়নি। বার্ধক্য ভাতার নাম আসার পরে সেই নাম তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে৷ কেন নাম কাটা দেওয়া হয়েছিল সেই কথা জিজ্ঞাসা করতে গেলে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে।
advertisement
এলাকার মানুষের অভিযোগ এতদিন তাঁরা অসহায় অবস্থার মধ্যে ছিলেন। খোলা আকাশের নীচে রান্না করেছেন। বৃষ্টি হলে জল পড়েছে ঘর দিয়ে। তবুও ত্রিপল চাইতে গেলে তাদেরকে দেওয়া হয়নি। এ রকমই ঝুড়িঝুড়ি অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে ঘোজাপাড়া এলাকার মানুষের৷
সন্দেশখালি , অনুপম সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sandeshkhali Incident: সন্দেশখালিতে ফের আগুন...বেড়মজুরে মহিলা-পুলিশ খণ্ডযুদ্ধ! গ্রামে গ্রামে ঘুরে পরিস্থিতি সামলানোর চেষ্টায় রাজীব কুমার
Next Article
advertisement
Burdwan News: টোটোয় চার তরুণী, মোটরসাইকেলে বসেই কুকীর্তি যুবকের! ভাইরাল ভিডিও দেখে বর্ধমানে তোলপাড়
টোটোয় চার তরুণী, মোটরসাইকেলে বসেই কুকীর্তি যুবকের! ভাইরাল ভিডিও দেখে বর্ধমানে তোলপাড়
  • তরুণীদের গোপনাঙ্গ দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করল এক যুবক! আর মুহূর্তে সেই ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। অবিলম্বে ওই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।

VIEW MORE
advertisement
advertisement