Sandeshkhali Incident: ‘কিছু লোক চায় না মানুষের সমস্যা সমাধান হোক,’ সন্দেশখালির গ্রামে ফের পৌঁছলেন রাজীব কুমার! কড়া হুঁশিয়ারি

Last Updated:

গ্রামবাসীর অভিযোগ, বিরোধী দল করে তাই আবাস যোজনার ঘরের তালিকায় নাম আসার পরেও সেই নাম কেটে দিয়েছে, বিধবা ভাতার তালিকায় নাম আসার পরেও সেই নাম কেটে দেওয়া হয়েছে, বার্ধক্য ভাতা করে দেওয়া হয়নি। আমফানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ত্রিপল বা সরকারের ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়নি। এতদিন অসহায় অবস্থায় ছিল কয়েকশো পরিবার।

সন্দেশখালি: সন্দেশখালিতে সকাল সকালই ফের ছড়াল উত্তেজনা৷ এদিন বেড়মজুর গ্রাম পঞ্চায়েতের কাছারিবাড়ি এলাকায় তৃণমূলনেতা অজিত মাইতির বাড়িতে হামলা চালালেন বিক্ষুব্ধ গ্রামবাসী৷ চলল ভাঙচুর৷ লাগিয়ে দেওয়া হল আগুন৷ এমনকি, তৃণমূল নেতাকে জুতো দিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ৷ ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী৷ ঘটনার পরেই সন্দেশখালি বেরমজুর এক ও দু’নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি জানান এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার। বেড়মজুরে পৌঁছন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার৷
এদিন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকারের সঙ্গে এলাকা পরিদর্শন করে গ্রামবাসীর সঙ্গে কথা বলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার৷ স্পষ্ট বলেন, ‘‘সংবাদমাধ্যমকে নিজের ভূমিকা একটু দেখতে হবে৷ আমাদের সবাইকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে৷ কিছু লোক চায় না মানুষের সমস্যা সমাধান হোক, তাই আর্টিফিশিয়াল আগুন লাগানো হচ্ছে৷ এসব করে পুলিশকে ব্যস্ত রাখার চেষ্টা চলছে৷ এখানে আইনের শাসন ছিল না আমরা মানছি ,আপনারা কোথায় ছিলেন আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করব৷’’ এদিন রাজীব কুমারের সঙ্গেই ছিল জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা৷
advertisement
রাজীব কুমার  এলাকায় পৌঁছনোর পরেও দফায় দফায় উত্তেজনা ছড়ায় বেড়মজুরে৷ একটা সময়ে রীতিমতো পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় এলাকার মহিলাদের৷ রাস্তায় গাছের গুঁড়ি ফেলে হয় পথ অবরোধ৷ রাস্তার মাঝে শুয়ে পড়ে এলাকায় ঢুকতে বাধা দেন এলাকার বাসিন্দারা৷ সব মিলিয়ে এলাকায় ছড়ায় তীব্র উত্তেজনা৷
advertisement
আরও পড়ুন: সন্দেশখালিতে ফের আগুন…বেড়মজুরে চরম উত্তেজনা! গ্রামে গ্রামে ঘুরে পরিস্থিতি সামলানোর চেষ্টায় রাজীব কুমার
শুক্রবার শেখ শাহজাহান অনুগামী তৈয়েব খানের মাছের ভেড়ির আলা ঘরে আগুন ধরিয়ে দিল গ্রামের মানুষ। সন্দেশখালির কাছারি এলাকায় সকাল সকালই ঘটে এই ঘটনা। এলাকার মানুষের অভিযোগ, তৈয়েব খান শেখ শাহজাহানের হয়ে এলাকার মানুষের জমি দখল করে মাছের ভেড়ি করেছিল। কোনও রকম টাকা পয়সা দিত না, টাকা পয়সা চাইতে গেলে হুমকি দিত। তাই আজ এলাকার মানুষ একজোট হয়ে সেই মাছের ভেড়ির আলা ঘরে আগুন ধরিয়ে দেয় বলে জানা গিয়েছে।
advertisement
গ্রামবাসীর অভিযোগ, বিরোধী দল করে তাই আবাস যোজনার ঘরের তালিকায় নাম আসার পরেও সেই নাম কেটে দিয়েছে, বিধবা ভাতার তালিকায় নাম আসার পরেও সেই নাম কেটে দেওয়া হয়েছে, বার্ধক্য ভাতা করে দেওয়া হয়নি। আমফানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ত্রিপল বা সরকারের ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়নি। এতদিন অসহায় অবস্থায় ছিল কয়েকশো পরিবার।
আরও পড়ুন: ‘যে কোনও বাচ্চার মৃত্যু দুঃখজনক,’ চোপরা শিশুমৃত্যুতে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের! মুখ্যসচিবকে দিলেন নির্দেশ
সন্দেশখালি রয়েরমারির ঘোজাপাড়া এলাকার হরেন্দ্রনাথ সর্দার , করুণা মণ্ডল সর্দার, লক্ষ্মী সর্দার সহ এলাকার মানুষের অভিযোগ, এলাকার মানুষ বিরোধী দলকে সাপোর্ট করেন, তাই আবাস যোজনার ঘরের তালিকায় নাম আসার পরেও শেখ শাহজাহান সেই নাম কেটে দিয়েছিল। আমফানে বাড়ি ঘর ভেঙে পড়েছে , ত্রিপল দেয়নি এমনকি সরকারের যে ক্ষতিপূরণের কুড়ি হাজার টাকা সেটাও দেয়নি। বার্ধক্য ভাতার নাম আসার পরে সেই নাম তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে৷ কেন নাম কাটা দেওয়া হয়েছিল সেই কথা জিজ্ঞাসা করতে গেলে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sandeshkhali Incident: ‘কিছু লোক চায় না মানুষের সমস্যা সমাধান হোক,’ সন্দেশখালির গ্রামে ফের পৌঁছলেন রাজীব কুমার! কড়া হুঁশিয়ারি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement