কোমরের মধ্যে কী লুকানো রয়েছে! ধুন্ধুমার কাণ্ড বর্ধমান স্টেশনে

Last Updated:

আরপিএফ জানিয়েছে, ধৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অপরাধ স্বীকার করেছে।

#বর্ধমান: পাচারের আগেই বর্ধমান স্টেশন থেকে প্রায় ৩ কেজি বিদেশি সোনার বাট উদ্ধার করল ডাইরেক্টরেট রেভিনিউ ইন্টেলিজেন্সের কলকাতা শাখা। যার বাজারমুল্য আনুমানিক প্রায় ১ কোটি ৭০ লক্ষ ৫০ হাজার টাকা। পাচারের অভিযোগে ধৃত ২। ডাইরেক্টরেট রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI) ও রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) এর যৌথ অভিযানে মেলে সাফল্য।
ডিআরআই ও আরপিএফ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার প্রথমে বর্ধমান স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে দুপুর ৩ টে নাগাদ আপ শিয়ালদহ অমৃতসর এক্সপ্রেসে অভিযান চালিয়ে করণ মালিক নামে উত্তরপ্রদেশের মেরটের এক বাসিন্দাকে আটক করা হয়। তল্লাশিতে তার কাছে থাকা একটি ব্যাগ  থেকে প্রায় ১ কেজি ওজনের একটি বিদেশি সোনার বাট উদ্ধার হয়।
advertisement
পরে আবার ১ নম্বর প্লাটফর্মেই সন্ধ্যা ৬ টা নাগাদ আপ হাওড়া নিউদিল্লি রাজধানী এক্সপ্রেসে অভিযান চালিয়ে অমন নামে উত্তরপ্রদেশের মেরটের আরও এক বাসিন্দাকে আটক করা হয়। তল্লাশিতে তার কোমরে বাঁধা একটি কাপড়ের বেল্ট থেকে ২ টি সোনার বাট উদ্ধার করা হয়, যার ওজন ২ কেজি।
advertisement
এত পরিমানে বিদেশি সোনা কীভাবে তাদের কাছে এল, কারা কারা এই চক্রের সঙ্গে যুক্ত, তার সামগ্রিক তদন্ত শুরু করেছে ডিআরআই। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স ( DRI) এর তথ্যের ভিত্তিতে বর্ধমান রেল পুলিশ একটি যৌথ অভিযানে বর্ধমান স্টেশন থেকে তিন কেজি সোনা সহ দুজনকে গ্রেফতার করেছে।
advertisement
শিয়ালদহ অমৃতসর এক্সপ্রেস এবং হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণ ওই সোনা উদ্ধার হয় শনিবার। যার আনুমানিক মূল্য ১ কোটি ৭০ লক্ষ ৫০ হাজার টাকা।
জানা গেছে, প্রথমে অমৃতসর এক্সপ্রেসে অভিযান চালিয়ে একজনকে ১ কেজি সোনা সহ গ্রেফতার করা হয়। পরে রাজধানী এক্সপ্রেস থেকে অন্যজনকে দু কেজি সোনা সহ গ্রেফতার হয়।
advertisement
রেল পুলিশ সূত্রে জানানো হয়েছে, ধৃত ব্যক্তি তার কোমরে গামছাতে সোনার বাট লুকিয়ে পাচার করছিল। আরপিএফ জানিয়েছে, ধৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অপরাধ স্বীকার করেছে। উদ্ধার হওয়া সোনা এই দুষ্কৃতীরা দিল্লিতে নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
advertisement
রেল পুলিশ সূত্রে জানা গেছে, 'অপারেশন সতর্ক’-এর অধীনে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI) কলকাতার সঙ্গে শনিবার যৌথ অভিযান চালায় বর্ধমান আরপিএফ।
প্রায় দু কোটি টাকা মূল্যের ৩ কেজি সোনার বাট উদ্ধার করেছে রেল পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত আছে, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কোমরের মধ্যে কী লুকানো রয়েছে! ধুন্ধুমার কাণ্ড বর্ধমান স্টেশনে
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement