সাইকেল চালিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল, মোটর ভ্যানের ধাক্কায় রাস্তাতেই শেষ পঞ্চম শ্রেণির ছাত্রী
Last Updated:
রায়দিঘির দেলোয়ার হোসেন হাই স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ত টগরি বাউরি। অন্যান্য দিনের মত মঙ্গলবারও সে স্কুলে গিয়েছিল। স্কুল ছুটির পর বিকেলে সাইকেলে করে বাড়ি ফিরছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনই এইভাবে সাইকেল চালিয়ে বাড়ি ফিরত ওই ছাত্রী
রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগণা, আনিশ উদ্দিন মোল্লা: বেপরোয়া মোটর ভ্যানের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পঞ্চম শ্রেণির ছাত্রীর। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে রায়দিঘিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছাত্রীর। এর পরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
রায়দিঘির দেলোয়ার হোসেন হাই স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ত টগরি বাউরি। অন্যান্য দিনের মত মঙ্গলবারও সে স্কুলে গিয়েছিল। স্কুল ছুটির পর বিকেলে সাইকেলে করে বাড়ি ফিরছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনই এইভাবে সাইকেল চালিয়ে বাড়ি ফিরত ওই ছাত্রী। এদিন শঙ্কর ঘেরির মোড়ের কাছে উল্টো দিক থেকে তীব্র গতিতে ছুটে আসা একটি মোটর ভ্যান ওই পড়ুয়াকে আচমকা ধাক্কা মারে। সজোরে ধাক্কা খেয়ে রাস্তার উপর ছিটকে পড়ে টগরি। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে আসে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই ঘটনাস্থলে মৃত্যু হয় ওই খুদে পড়ুয়ার।
advertisement
আরও পড়ুন: হোটেল ঘিরে কয়েকশো জনতা! এক যুবকের জন্য উত্তপ্ত ভুটান সীমান্তের জায়গাঁ
প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, বেপরোয়াভাবে ছুটে আসছিল মোটর ভ্যান’টি। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই ছাত্রীকে। ভ্যানটির গতি নিয়ন্ত্রণে থাকলে এই দুর্ঘটনা এড়ানো যেতে বলে স্থানীয়দের একাংশের অভিমত। এদিকে এই দুর্ঘটনার পরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকার পরিস্থিতি। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী বোলেরহাট রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। পথ অবরোধের জেরে যানজট সৃষ্টি হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: অতিবৃষ্টিই কাল হল! গণেশ চতুর্থীর আগে মন খারাপ চাষিদের
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। রায়দিঘি থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে এখনও এলাকায় যথেষ্ট উত্তেজনা আছে। এদিকে পঞ্চম শ্রেণির ছাত্রীর চোখের সামনে এইভাবে মর্মান্তিক মৃত্যুর ঘটনা মেনে নিতে পারছেন না স্থানীয়রা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 26, 2025 6:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সাইকেল চালিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল, মোটর ভ্যানের ধাক্কায় রাস্তাতেই শেষ পঞ্চম শ্রেণির ছাত্রী
