অতিবৃষ্টিই কাল হল! গণেশ চতুর্থীর আগে মন খারাপ চাষিদের
- Reported by:Bonoarilal Chowdhury
- hyperlocal
- Published by:Kaustav
Last Updated:
এই বছরের ছবিটা একেবারেই অন্যরকম। টানা অতিবৃষ্টির জেরে মাঠজুড়ে জল জমে রয়েছে। অনেক গাছ পচে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে ফুলের বাগান। ফলনও হয়েছে অত্যন্ত খারাপ
![রাত পোহালেই গণেশ চতুর্থী। এই বিশেষ উৎসবকে ঘিরে আনন্দের হাওয়া বইত পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর ঝাউডাঙা গ্রাম পঞ্চায়েতের হালতাচড়া গ্রামে। কারণ, এই গ্রামের বহু মানুষ গাঁদা ফুল চাষের সঙ্গে যুক্ত। গণেশ পুজো উপলক্ষে সেই ফুলের চাহিদা, ব্যাপকভাবে বেড়ে যায়। কিন্তু এই বছর পরিস্থিতি অনেকটাই ভিন্ন। [তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী] রাত পোহালেই গণেশ চতুর্থী। এই বিশেষ উৎসবকে ঘিরে আনন্দের হাওয়া বইত পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর ঝাউডাঙা গ্রাম পঞ্চায়েতের হালতাচড়া গ্রামে। কারণ, এই গ্রামের বহু মানুষ গাঁদা ফুল চাষের সঙ্গে যুক্ত। গণেশ পুজো উপলক্ষে সেই ফুলের চাহিদা, ব্যাপকভাবে বেড়ে যায়। কিন্তু এই বছর পরিস্থিতি অনেকটাই ভিন্ন। [তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী]](https://images.news18.com/static-bengali/uploads/2025/08/HYP_5407447_img20250825wa0050_watermark_26082025_151450_1.jpg?impolicy=website&width=827&height=620)






