Retired Teacher House Theft: দোতলায় থেকেও টের পেলেন না, একতলায় অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়ি ফাঁকা করে দিল চোর!

Last Updated:

অন্যান্য দিনের মত মঙ্গলবার রাতেও কেয়ারটেকারের সঙ্গে দোতলায় ছিলেন এই অবসরপ্রাপ্ত শিক্ষক। সেই সময়ই চুরি হয় বলে অনুমান

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, অনুপম সাহা: অবসরপ্রাপ্ত অসুস্থ শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক চুরি। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বসিরহাটের ছোট জিরাকপুরের মণ্ডলপাড়া এলাকায়। বাড়ির সদর দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে নগদ টাকা এবং ইনভার্টার সহ বেশ কিছু সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রাক্তন শিক্ষক দেবপ্রসাদ মণ্ডল বেশ কিছুদিন ধরেই অসুস্থ। বাড়ির দোতালায় তিনি ও একজন কেয়ারটেকার থাকেন। আর পাশেই বাড়ি করে থাকে ছেলে। তিনি নিয়মিত বাবার খোঁজ খবর রাখা, দেখভাল করা সবকিছুই করেন। অন্যান্য দিনের মত মঙ্গলবার রাতেও কেয়ারটেকারের সঙ্গে দোতলায় ছিলেন এই অবসরপ্রাপ্ত শিক্ষক। সেই সময়ই চুরি হয় বলে অনুমান।
আর‌ও পড়ুন: বিয়ের স্বপ্ন দেখিয়ে ১৭ এর নাবালিকার সঙ্গে নিয়মিত সহবাস ৩২ এর যুবকের! বেঁকে বসতেই বদলে গেল সবকিছু
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে দেবপ্রসাদবাবুর ছেলে বাবার খোঁজ নেওয়ার জন্য আসেন। তিনিই প্রথম নজর করেন বাড়ির সদর দরজার তালা ভাঙা। তড়িঘড়ি করে ভিতরে ঢুকে দেখেন, নগদ টাকা সহ বেশ কিছু সামগ্রী খোওয়া গিয়েছে। তিনি সঙ্গে সঙ্গে বসিরহাট থানায় ফোন করে অভিযোগ জানান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।
advertisement
advertisement
আর‌ও পড়ুন: পুজো দিতে এসে ফেরেনি, দু’দিন ধরে নদীর পাড়ে মেয়ের জুতো আগলে বসে বাবা…
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ির মেন গেটের পরপর দুটি তালা ভেঙে ঘরে ঢুকে দুষ্কৃতিরা চুরি করে পালায়। তবে বিষয়টি দোতালায় থাকা অবসরপ্রাপ্ত শিক্ষক ও কেয়ারটেকার টের পাননি বলে জানা গিয়েছে। পরিবার সূত্রে খবর, একটি নতুন ইনভার্টার মেশিন ও ব্যাটারি নিয়ে গিয়েছে দুষ্কৃতিরা। পাশাপাশি একতলায় আলমারিতে থাকা নগদ দেশ কিছু টাকাও খোয়া গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Retired Teacher House Theft: দোতলায় থেকেও টের পেলেন না, একতলায় অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়ি ফাঁকা করে দিল চোর!
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement