Fake Marriage Promise: বিয়ের স্বপ্ন দেখিয়ে ১৭ এর নাবালিকার সঙ্গে নিয়মিত সহবাস ৩২ এর যুবকের! বেঁকে বসতেই বদলে গেল সবকিছু
- Published by:
- local18
Last Updated:
নাবালিকাকে ধর্ষণের অভিযোগের ধৃত যুবকের নাম রশিদুল মোল্লা (৩২)। এলাকারই বছর ১৭ এর এক নাবালিকার সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল তার
সন্দেশখালি, উত্তর ২৪ পরগনা, অনুপম সাহা: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক। সন্দেশখালির ঘটনা। মাস ছয় আগে দু’জনের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। ওই যুবক বিয়ের প্রতিশ্রুতি দেয় বলে নাবালিকার পরিবারের দাবি। এই প্রতিশ্রুতিকে হাতিয়ার করে নাবালিকার সঙ্গে ওই যুবক একাধিকবার সহবাস করে। পরে বিয়ে করতে অস্বীকার করায় পুলিশের দ্বারস্থ হয় নাবালিকার পরিবার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকা সে ধর্ষণের অভিযোগের ধৃত যুবকের নাম রশিদুল মোল্লা (৩২)। এলাকারই বছর ১৭ এর এক নাবালিকার সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল তার। মাত্র মাস ছয় আগে এই সম্পর্কে শুরু হলেও এরই মধ্যে ওই নাবালিকার সঙ্গে ধৃত রশিদুল একাধিকবার সহবাস করেছে। পরে সে বিয়ে করতে রাজি না হওয়ায় মঙ্গলবার পুলিশের কাছে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার।
advertisement
আরও পড়ুন: নাগরিকত্ব মামলায় বাংলার পঞ্চায়েত প্রধানকে তলব অসমের আদালতে!
নাবালিকার পরিবারের অভিযোগ পেয়ে আইনমাফিক পদক্ষেপ করে সন্দেশখালি থানার পুলিশ। জেলেখালি থেকে রশিদুল মোল্লাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। এই ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement
আরও পড়ুন: পুজো দিতে এসে ফেরেনি, দু’দিন ধরে নদীর পাড়ে মেয়ের জুতো আগলে বসে বাবা…
এদিকে বিষয়টি নিয়ে চিন্তিত সমাজতত্ত্ববিদরা। কেন নাবালিকারা নিজেদের কথা না ভেবে বারবার এই ধরনের ফাঁদে পা দিচ্ছে, তা গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 06, 2025 12:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fake Marriage Promise: বিয়ের স্বপ্ন দেখিয়ে ১৭ এর নাবালিকার সঙ্গে নিয়মিত সহবাস ৩২ এর যুবকের! বেঁকে বসতেই বদলে গেল সবকিছু