মৌসুনি আইল্যান্ডে ভয়ঙ্কর আতঙ্ক, বাঙালির প্রিয় ঘোরার জায়গায় 'বড় বিপদ'
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Mousuni Island- এলাকায় ঢুকেছে কুমির। এই খবর পেতেই স্থানীয়রা জড়ো হতে শুরু করে পুকুর পাড়ে। খবর পেয়ে আসে পুলিশ-প্রশাসনের কর্তাব্যক্তিরা। রাতের বেলায় কুমির ধরতে চলে অভিযান।
নামখানা: এলাকায় ঢুকেছে কুমির। এই খবর পেতেই স্থানীয়রা জড়ো হতে শুরু করেছেন পুকুর পাড়ে। খবর পেয়ে আসে পুলিশ-প্রশাসনের কর্তাব্যক্তিরা। রাতের বেলায় কুমির ধরতে চলে অভিযান। সাক্ষী রইলেন মৌসুনির বাসিন্দারা।
স্থানীয়দের দাবি, কুমিরটি নদী থেকে কোনও কারণে স্থলভাগে উঠে বাগডাঙা এলাকার রাস্তায় ঘোরাঘুরি করছিল। সেই সময় স্থানীয় এক ব্যক্তি কুমিরটিকে দেখতে পেয়ে চিৎকার জুড়ে দেন। হঠাৎ চিৎকার চেঁচামেচিতে কুমিরটি ঘাবড়ে গিয়ে আশ্রয় নেয় একটি পুকুরে। এরপরই পুকুর পাড়ে জড়ো হতে থাকে স্থানীয়রা। খবর দেওয়া হয় বনদফতরের বকখালি রেঞ্জে।
আরও পড়ুন- প্লেসমেন্টের বড় ভরসা! সরকারি এই অ্যাপই চাকরির দিশা দেখাচ্ছে বেকার যুবক যুবতীদের
খবর পেয়েই সেখানে চলে আসে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। রাতেই চলে কুমির ধরার পর্ব। রাতেই কুমিরটিকে ধরার পর কুমিরটিকে ভগবতপুর কুমির প্রকল্পে আনা হয়। সেখানে কুমিরটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
advertisement
advertisement
আরও পড়ুন- নিত্যদিন ঝগড়া, সুযোগ পেয়ে শাশুড়ির গলায় ছুরির কোপ, খুনের অভিযোগে গ্রেফতার বউমা
চিকিৎসার পর ৫ ফুট দৈর্ঘ্যের এই স্ত্রী কুমিরটিকে ছেড়ে দেওয়া হবে মুক্ত পরিবেশে। সুন্দরবনের এই অংশে অতীতে কুমিরের দেখা মেলেনি। ফলে এ নিয়ে যথেষ্ট আতঙ্কে রয়েছেন তাঁরা। তবে স্থানীয়দের অনুমান পাশের চিনাই নদীতে কুমিরটি কোনও কারণে চলে এসেছিল। সেখান থেকেই এসেছে কুমিরটি।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 25, 2025 6:25 PM IST