Job: প্লেসমেন্টের বড় ভরসা! সরকারি এই অ্যাপই চাকরির দিশা দেখাচ্ছে বেকার যুবক যুবতীদের
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
Nadia News: পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা অ্যাপের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ দিয়ে চাকরি পাওয়ার সুবিধা
নদিয়া: মহকুমা শাসকের তত্ত্বাবধানে উৎকর্ষ বাংলার মাধ্যমে কল্যাণী মহকুমার বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ দিয়ে পরবর্তীতে প্লেসমেন্ট সুবিধা করে দিতে উৎকর্ষ বাংলা অ্যাপ এ রেজিস্ট্রেশনের ব্যবস্থা।
কল্যাণী মহকুমায় শিল্প নগরী রয়েছে। উৎকর্ষ বাংলার মাধ্যমে কল্যাণী মহকুমার বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ দিয়ে পরবর্তীতে প্লেসমেন্ট সুবিধা করে দিতে উৎকর্ষ বাংলা অ্যাপে রেজিস্ট্রেশন করিয়ে এবং অ্যাপের মাধ্যমে তারা কোন দিকে উৎসাহিত হন সেটা নির্ধারণ করে প্রশিক্ষণ দিয়ে কর্মের সুযোগ করে দিতে উৎকর্ষ বাংলার প্রশিক্ষণ হল কল্যাণী মহকুমা শাসকের উদ্যোগে।
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎকর্ষ বাংলায় শিক্ষিত বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ দিতে কল্যাণী আইটিআই-সহ অন্যান্য ইঞ্জিনিয়ারিং কলেজ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণের এই কর্মসূচি। স্বাভাবিকভাবেই সরকারি এই উদ্যোগের ফলে আশা করা যাচ্ছে বহু বেকার যুবক-যুবতীরা ভবিষ্যতের পথ দেখতে পারবেন।
এ বিষয়ে কল্যাণীর মহাকুমা শাসক অভিজিৎ সামন্ত জানান, ‘‘পশ্চিমবঙ্গ সরকার বেকার যুবক-যুবতীদের জন্য যে সমস্ত প্রকল্প রয়েছে তার মধ্যে উৎকর্ষ বাংলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা দেখেছি এই প্রকল্পের মাধ্যমে আমাদের সাব ডিভিশনে নানান জায়গায় আমাদের আইটিআই আমাদের পলিটেকনিক বা আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যারা রয়েছেন তাদের প্রত্যেককে নিয়ে আমরা সঠিকভাবে আমাদের যারা বেকার যুবক-যুবতী রয়েছেন তাদের স্কিল ডেভেলপমেন্ট করে তাদের বিভিন্ন জায়গাতে আমরা প্লেসমেন্ট করে একটি দিশা দেখাতে পারছি।’’
advertisement
তিনি আরও জানালেন, ‘‘আজকে আমাদের এখানে বিভিন্ন জায়গা থেকে অনেক সাকসেসফুল ক্যান্ডিডেট এসেছেন, তারা তাদের যে মূল্যবান অভিজ্ঞতা এই প্রকল্পের মাধ্যমে তারা যে সুবিধা পেয়েছেন তারা সেগুলি তুলে ধরেছে।আশা করা যাচ্ছে এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে একাধিক তরুণ প্রজন্মরা।’’
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 25, 2025 4:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Job: প্লেসমেন্টের বড় ভরসা! সরকারি এই অ্যাপই চাকরির দিশা দেখাচ্ছে বেকার যুবক যুবতীদের









