Bankura: নিত্যদিন ঝগড়া, সুযোগ পেয়ে শাশুড়ির গলায় ছুরির কোপ, খুনের অভিযোগে গ্রেফতার বউমা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
Bankura: পূত্রবধূ রিঙ্কু রানার সঙ্গে পূর্ণিমা রানার ঝগড়া-অশান্তি লেগেই থাকত। সাংসারিক নানা বিষয়ে শাশুড়ি-বউমার মতবিরোধ নিত্যদিনের বিষয় হয়ে উঠেছিল। সোমবার সকালে শাশুড়ির সঙ্গে ঝগড়া বাঁধে রিঙ্কুর
বাঁকুড়া: বাঁকুড়া জেলার কোতুলপুর থানার জলিঠ্যা গ্রামে নিজের বাড়ি থেকে এক মহিলার গলাকাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মৃতার নাম পূর্ণিমা রানা। প্রতিবেশীরা জানায়,পূত্রবধূ রিঙ্কু রানার সঙ্গে পূর্ণিমা রানার ঝগড়া-অশান্তি লেগেই থাকত। সাংসারিক নানা বিষয়ে শাশুড়ি-বউমার মতবিরোধ নিত্যদিনের বিষয় হয়ে উঠেছিল। সোমবার সকালে শাশুড়ির সঙ্গে ঝগড়া বাঁধে রিঙ্কুর। সেই সময় বাড়িতে শাশুড়ি ও বউমা ছাড়া আর কেউ ছিল না।
দুপুরে মৃতার স্বামী সুশীল রানা বাড়িতে ফিরে দেখেন, ঘরের মেঝেতে উপুড় হয়ে পড়ে রয়েছেন পূর্ণিমা রানা। ডাকাডাকির পরেও সাড়া না পেয়ে পূর্ণিমার দেহ উল্টে স্বামী দেখেন, তাঁর গলায় গভীর ক্ষত। স্থানীয়দের দাবি, শাশুড়ি ও পুত্রবধূর বিবাদের জেরে পুত্রবধূ শাশুড়ির গলা কেটে খুন করেছে। স্থানীয়দের বয়ানে রিঙ্কু রানার প্রতি সন্দেহ আরও তীব্র হয় পুলিশের। পুলিশ অভিযুক্ত রিঙ্কু রানাকে সোমবারই আটক করেছিল। এর পর, মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার অভিযুক্ত পুত্রবধূ রিঙ্কু রানাকে কোতুলপুর থানার পুলিশ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে। মৃতার মেয়ের দাবি, অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 25, 2025 3:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura: নিত্যদিন ঝগড়া, সুযোগ পেয়ে শাশুড়ির গলায় ছুরির কোপ, খুনের অভিযোগে গ্রেফতার বউমা