দশ মিনিটের মধ্যে ঠান্ডা গোটা এলাকা! প্রকৃতি চাইলে কী না পারে!

Last Updated:

Rain in west midnapur: সকালে প্রচণ্ড গরম। দুপুরে দশ মিনিটে সব ঠাণ্ডা!

ঝাঁপিয়ে নামল বৃষ্টি
ঝাঁপিয়ে নামল বৃষ্টি
মেদিনীপুর: হাওয়া অফিসের পূর্বাভাস মতোই দুপুর গড়াতে ঝাঁপিয়ে নামল বৃষ্টি। পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হল শুক্রবার দুপুরে।
এদিন সকাল থেকে ভ্যাপসা গরম থাকলেও দুপুর গড়াতে শুরু হয় দফায় দফায় বৃষ্টি। সাথে বজ্রপাত। প্রসঙ্গত, শেষ সপ্তাহের শনি, রবি ও সোমবার বৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা জুড়ে। যে কারণে সপ্তাহের শুরুতে তাপমাত্রা নিম্নমুখী থাকলেও দিন যত গড়াচ্ছিল, তাপমাত্রার পারদ ক্রমশ উর্ধ্বমুখী হচ্ছিল।
আরও পড়ুন- ১ লক্ষ ৩৬ হাজার বার ফোন! দুটি সিমকার্ড ব্যবহার করে কোটি কোটির জালিয়াতি
শুক্রবার সকাল থেকেও ভ্যাপসা গরম অব্যাহত ছিল জেলা জুড়ে। স্বাভাবিকভাবে দুপুরের পর থেকেই কালো মেঘে ঢেকে যায় আকাশ। জেলার নারায়ণগড়, দাঁতন, পিংলা, ডেবরা সহ একাধিক জায়গায় শুরু হয় বৃষ্টি।
advertisement
advertisement
প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে চলে বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস ছিল, শুক্রবার বৃষ্টির কারণে নামতে পারে তাপমাত্রা। পূর্বাভাস মতোই দুপুর থেকে বৃষ্টিতে স্বস্তিতে সাধারণ মানুষ।
আরও পড়ুন- পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি! কোন কোন জেলায় ফের এমন পরিস্থিতি? জানাল হাওয়া অফিস
আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস রয়েছে মেদিনীপুর জেলা জুড়ে। প্রসঙ্গতই দুপুরের পর বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হবে বলে জানা যাচ্ছে। বৃষ্টির পর দিনের সর্বোচ্চ তাপমাত্রার নামবে 27 ডিগ্রি সেন্টিগ্রেডে। যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম।
advertisement
Ranjan Chanda
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দশ মিনিটের মধ্যে ঠান্ডা গোটা এলাকা! প্রকৃতি চাইলে কী না পারে!
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement