West Burdwan News: ১ লক্ষ ৩৬ হাজার বার ফোন! দুটি সিমকার্ড ব্যবহার করে কোটি কোটির জালিয়াতি
- Published by:Arjun Neogi
Last Updated:
দিল্লি পুলিশের ৪ সদস্যের একটি বিশেষ টিম কোকওভেন থানা এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করেছে।
দুর্গাপুর: হাতিয়ার মাত্র দুটি সিম কার্ড। সেখান থেকে ফোন গিয়েছে ১ লক্ষ ৩৬ হাজার বার। আর এই স্ক্যাম ফোন কলের মাধ্যমে লুটে নেওয়া হয়েছে কোটি কোটি টাকা। দুর্গাপুর শহরের এক কোণে বসে, গোটা দেশ জুড়ে ছড়ানো হয়েছিল জালিয়াতির ফাঁদ। যে ফাঁদে পা দিয়ে নিজেদের বহু টাকা খুইয়েছেন মানুষ। জামতারা গ্যাংয়ের জোগ সাজসে এই কাজ কারবার চলছিল ভালই। তবে স্থায়ী হল না। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল জালিয়াতরা।
একটি নির্দিষ্ট অভিযোগের তদন্তে নেমে সাইবার ক্রাইমে যুক্ত তিনজনের হদিস পায় দিল্লি পুলিশ। অভিযুক্তরা দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত বীরভানপুর এলাকা থেকে চালিয়ে যাচ্ছিল জালিয়াতির কারবার। দিল্লি পুলিশের ৪ সদস্যের একটি বিশেষ টিম কোকওভেন থানা এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করেছে।
তাদেরকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে দিল্লিতে। ধৃতদের নাম দীপঙ্কর আকুড়ে, অনিকেস দাস এবং অর্ঘ্য মজুমদার। ধৃত তিনজন দুটি সিম কার্ড ব্যবহার করে বিভিন্ন সংস্থার নামে ফোন করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। অভিযুক্তরা জামতারা গ্যাংয়ের জোগ সাজশে তারা এই সাইবার ক্রাইম চালিয়ে যাচ্ছিল।
advertisement
advertisement
আরও পড়ুন: Kalbaishakhi 2023|South Bengal Weather Update: আবহাওয়ার বিরাট ভোলবদল, গরম ও বৃষ্টি মিলে খেলবে বড় খেলা, চাঁদিফাটা গ্রীষ্মে পুড়বে চামড়া
পুলিশ সূত্রে খবর, গত ১১ মার্চ দিল্লি পুলিশের কাছে সাইবার ক্রাইম সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের তদন্তে নেমে অভিযুক্তদের খোঁজ পায় দিল্লি পুলিশ। তারপর দুর্গাপুর থেকে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। এই বিষয়ে সরকারের পক্ষের আইনজীবী সিদ্ধার্ত বসু জানিয়েছেন, ধৃতরা বিভিন্ন সংস্থার নাম করে স্ক্যাম ফোন কল করত।
advertisement
আরও পড়ুন: Hooghly News | Viral News: এ কেমন পঞ্চায়েত প্রধান! ভোররাতে অন্যের পুকুরে কী করছেন এসব? বিরল ঘটনা
তারপর ফোন করার মাধ্যমে হাতিয়ে নেওয়া হত কোটি কোটি টাকা। দুটি সিম কার্ড ব্যবহার করে প্রায় ১ লক্ষ ৩৬ হাজার বার ফোন করা হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, ধৃত দীপঙ্কর আঁকুড়ে, অনিমেষ দাসের সিম কার্ড ব্যবহার করে এই জালিয়াতি চালাত অর্ঘ্য মজুমদার। গোয়েন্দাদের অনুমান, শুধুমাত্র তিনজন নয়, এই চক্রের সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছে। তাদের সন্ধানে ধৃতদের জেরা করা হবে বলে খবর।
advertisement
Nayan Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 27, 2023 4:22 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News: ১ লক্ষ ৩৬ হাজার বার ফোন! দুটি সিমকার্ড ব্যবহার করে কোটি কোটির জালিয়াতি









