Hooghly News | Viral News: এ কেমন পঞ্চায়েত প্রধান! ভোররাতে অন্যের পুকুরে কী করছেন এসব? বিরল ঘটনা
- Published by:Piya Banerjee
Last Updated:
Hooghly News | Viral News: পাঁচ বছর ধরে পঞ্চায়েতের প্রধান! তারপরেও নেই কিছু। দেখুন কী করছেন তিনি অন্যের পুকুরে! অবাক হতে হয়
পুরশুড়া: ভোর তিনটে থেকে উঠে প্রতিদিন অমানুষিক পরিশ্রম। আর সেই পরিশ্রম চলে পঞ্চায়েত অফিসে যাওয়ার আগে পর্যন্ত। না হলে যে অর্থের অভাবে সংসার মুখ থুবড়ে পড়বে। ইনি সমীর কুমার দাস। হুগলির পুরশুড়া-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। বাড়ি ওই অঞ্চলেরই জঙ্গলপাড়া গ্রামে। জানা যায় দীর্ঘদিন ধরেই তাঁদের পরিবার সদস্যরা অন্যের পুকুর ভাগে নিয়ে চাষ করে থাকেন। নিজস্ব জমিজমা বা পুকুর কিছুই নেই।
গত পাঁচ বছর প্রধান থাকা সত্ত্বেও একতলা বাড়িটিও সম্পূর্ণ করতে পারেননি। দরজা জানালা বসাতে না পারায় চটের পর্দা দিয়ে কাজ চালাচ্ছেন। সাধারণত, পঞ্চায়েতের প্রধান মানেই বেশ ভাল একটি বাড়ি, গাড়ি, নিদেন পক্ষে বাইক, সঙ্গে লোক লস্কর এই ছবি ভাসে চোখে। এখানে সবটাই ব্যাতিক্রম অতন্ত সাধরণের জীবনযাপন এই প্রধানের।
আরও পড়ুন: মাথায় সিঁদুর, কপালে চন্দন! এক বছরেই দ্বিতীয় বিয়ে! ফের রিমঝিম মিত্রের বিয়ের খবর ভাইরাল! বিরাট চমক
advertisement
advertisement
সমীরবাবু জানান, প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাঁর কাজের চাপ অনেক বেড়েছে। তাই পুকুরে মাছ ফেলা, পুকুর পরিষ্কার করা, সেই মাছ বাজারে পাঠানো সবকিছু সামাল দিতে অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে। তবুও মানুষের কাজ করতে পেরে ভাল লাগছে।স্থানীয় এলাকার মানুষজন জানালেন, সমীরবাবুর হাত ধরে রাস্তাঘাট, আলো ইত্যাদির উন্নয়ন হয়েছে। নদী থেকে জল তুলে কৃষিকাজে ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে। তারফলে এলাকার চাষিদের মুখে হাসি ফুটেছে। সজ্জন এই প্রধান সর্বতো ভাবেই মানুষের সেবায় নিয়োজিত।
advertisement
Suvojit Ghosh
Location :
Kolkata,West Bengal
First Published :
April 27, 2023 3:37 PM IST