Rail Blockade in Barrackpore: উঠল ট্রেন অবরোধ, ওভারব্রিজের আশ্বাস দিল রেল, কতক্ষণে স্বাভাবিক হবে ট্রেন চলাচল
- Published by:Teesta Barman
- local18
Last Updated:
Rail Blockade in Barrackpore: ফুট ওভারব্রিজ তৈরির দাবিতে সোমবার সকাল থেকে ব্যারাকপুর স্টেশনে রেল অবরোধ করেছিলেন এলাকাবাসীরা এবং প্যাসেঞ্জার ফোরাম। বেলা বাড়তে ধীরে ধীরে শিয়ালদহ মেন শাখায় ট্রেন পরিষেবা স্বাভাবিক হচ্ছে।
ব্যারাকপুর: স্বস্তির নিশ্বাস যাত্রীদের। ব্যারাকপুর স্টেশনে দীর্ঘ কয়েক ঘণ্টা রেল অবরোধের পর সমাধান। ফ্লাইওভার হবে এই আশ্বাস দেয় রেল কর্তৃপক্ষ। আর তারপরই প্যাসেঞ্জার ফোরাম নাগরিকদের যৌথ রেল অবরোধ তুলে নেওয়া হয়। কিন্তু রেল অবরোধের জেরে অনেক ট্রেন বাতিল, বহু ট্রেন লেট।
ফুট ওভারব্রিজ তৈরির দাবিতে সোমবার সকাল থেকে ব্যারাকপুর স্টেশনে রেল অবরোধ করেছিলেন এলাকাবাসীরা এবং প্যাসেঞ্জার ফোরাম। বেলা বাড়তে ধীরে ধীরে শিয়ালদহ মেন শাখায় ট্রেন পরিষেবা স্বাভাবিক হচ্ছে। কিন্তু এতক্ষণ শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকায় রেল চলাচল এখনও স্বাভাবিক গতি ফিরে পায়নি। সোমবার দুপুরের পর থেকে স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে ধারণা রেলের।
advertisement
advertisement
স্টেশনে রেল লাইনের উপর একটি ফ্লাইওভার রয়েছে দীর্ঘ কয়েক বছর ধরে। এই ফ্লাইওভার ব্যারাকপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্ম হয়ে ব্যারাকপুর স্টেশনের বাসস্ট্যান্ডের দিকে চলে গিয়েছে। ফ্লাইওভারটি থাকায় ব্যারাকপুরবাসীর এপার থেকে ওপার করা, স্টেশন থেকে রাস্তায় নামা, রাস্তা থেকে স্টেশনে ওঠায় খুব সুবিধা হত।
advertisement
কিন্তু রেল কর্তৃপক্ষ এই ফ্লাইওভারটি লকডাউনের সময় বেশ কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দেয়। ফলে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে শুধু দু’নম্বরে যাওয়া যায় এখন। যাঁরা এই ফ্লাইওভার দিয়ে এপার ওপার হতেন তাঁরা ভোগান্তির শিকার হন। চার নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্মে আসতে গেলে অনেকটা ঘুরে আসতে হয়।
এই ফ্লাইওভারটিই পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে, এই দাবিতে সকাল থেকে ব্যারাকপুর স্টেশন চত্বরে প্যাসেঞ্জার ফোরাম এবং এলাকাবাসীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন।
advertisement
অরুণ ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 17, 2023 11:56 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rail Blockade in Barrackpore: উঠল ট্রেন অবরোধ, ওভারব্রিজের আশ্বাস দিল রেল, কতক্ষণে স্বাভাবিক হবে ট্রেন চলাচল