Barrackpore Platform Flyover : ব্যারাকপুর স্টেশনে অবরোধ! সপ্তাহের প্রথম কাজের দিনেই চরম দুর্ভোগ যাত্রীদের

Last Updated:

Barrackpore Platform Flyover : ফ্লাইওভারটি পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে, এই দাবিতে সকাল ৮টা থেকে স্টেশন চত্বরে প্যাসেঞ্জার ফোরাম এবং এলাকাবাসীরা বিক্ষোভ দেখাচ্ছেন।

ব্যারাকপুর স্টেশনে বিক্ষোভে এলাকাবাসী
ব্যারাকপুর স্টেশনে বিক্ষোভে এলাকাবাসী
ব্যারাকপুর: সপ্তাহের প্রথম দিন অফিসযাত্রীদের চরম ভোগান্তি। বিক্ষোভ শুরু হয়েছে ব্যারাকপুর স্টেশনে। সেই স্টেশনে রেল লাইনের উপর একটি ফ্লাইওভার রয়েছে দীর্ঘ কয়েক বছর ধরে। এই ফ্লাইওভার ব্যারাকপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্ম হয়ে ব্যারাকপুর স্টেশনের বাসস্ট্যান্ডের দিকে চলে গিয়েছে। ফ্লাইওভারটি থাকায় ব্যারাকপুরবাসীর এপার থেকে ওপার করা, স্টেশন থেকে রাস্তায় নামা, রাস্তা থেকে স্টেশনে ওঠায় খুব সুবিধা হত।
advertisement
কিন্তু রেল কর্তৃপক্ষ এই ফ্লাইওভারটি লকডাউনের সময় বেশ কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দেয়। ফলে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে শুধু দু’নম্বরে যাওয়া যায় এখন। যাঁরা এই ফ্লাইওভার দিয়ে এপার ওপার হতেন তাঁরা ভোগান্তির শিকার হন। চার নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্মে আসতে গেলে অনেকটা ঘুরে আসতে হয়।
advertisement
এই ফ্লাইওভারটি পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে, এই দাবিতে সকাল ৮টা থেকে স্টেশন চত্বরে প্যাসেঞ্জার ফোরাম এবং এলাকাবাসীরা বিক্ষোভ দেখাচ্ছেন।
অরুণ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Barrackpore Platform Flyover : ব্যারাকপুর স্টেশনে অবরোধ! সপ্তাহের প্রথম কাজের দিনেই চরম দুর্ভোগ যাত্রীদের
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement