West Midnapore News: পুকুরে পড়ে গিয়ে আর উঠতে পারল না ১২ বছরের ছাত্র, মৃগী রোগীর মর্মান্তিক পরিণতি!
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
West Midnapore News: পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্কুলের সামনের পুকুরে ছাত্রের মৃত্যুতে শোকস্তব্ধ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও।
বেলদা: অন্যান্য দিনের মতো সোমবারও ছেলেটা বন্ধুদের সঙ্গে স্কুলে যেত। হইহুল্লোড় করে কাটাতো জীবন। আচমকা থমকে গেল তার পথচল। স্কুলের সামনে পুকুরের জলে ডুবে মৃত্যু হল সেই ছাত্রের। শোকস্তব্ধ শিক্ষক থেকে পরিজনেরা। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার দেউলা এলাকায়।
মৃত ছাত্রের নাম সুব্রত হাঁসদা, বয়স ১২ বছর। বাড়ি দেউলাতে। সুব্রত দেউলা বাপুজি শিক্ষাসদনের ছাত্র ছিল। পরিবার সূত্রে খবর, শনিবার বিকেলে বাড়ি থেকে কিছু টাকা নিয়ে স্কুলের দিকে যায়। কিছু খাবার কেনার ছিল। পাশাপাশি খেলাধুলো করার ইচ্ছেও ছিল।
advertisement
advertisement
বিকেলে বৃষ্টি শুরু হতে পুকুর পারে থাকা একটি ঝুপড়ি দোকানে বসেছিল। কোনওভাবে পুকুরে পড়ে যায় সে। মৃগী রোগী বলে এরপর আর পুকুর থেকে উঠতে পারেনি। সন্ধ্যা হলে বাড়ির লোক অনেক খোঁজাখুঁজি করেও ছেলেকে খুঁজে পায়নি। রবিবার সকালে স্কুলের সামনের পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
advertisement
পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্কুলের সামনের পুকুরে ছাত্রের মৃত্যুতে শোকস্তব্ধ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও। বেলদা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
Ranjan Chanda
Location :
Kolkata,West Bengal
First Published :
July 16, 2023 8:23 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: পুকুরে পড়ে গিয়ে আর উঠতে পারল না ১২ বছরের ছাত্র, মৃগী রোগীর মর্মান্তিক পরিণতি!