Man Dies in Momo Eating Challenge : মর্মান্তিক! বাজি ধরে ১৫০ মোমো, খেতে খেতেই মাটিতে লুটিয়ে পড়লেন যুবক! ঘটনায় শিউরে উঠবেন
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Man Dies in Momo Eating Challenge : গোপালগঞ্জের বাসিন্দা বিপিন কুমার পাসওয়ান বন্ধুদের সঙ্গে মোমো খাওয়ার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। পরপর মোমো খেতে খেতে হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন সেই যুবক।
গোপালগঞ্জ, বিহার: মোমো খাওয়ার বাজি ধরেছিলেন একদল যুবক। কে কটা মোমো খেতে পারে! সেই খেলা যে এমন মর্মান্তিক পরিণতি পাবে, তা কেউ কল্পনাতেও ভাবতেও পারেননি। গত বৃহস্পতিবার বিহারে ২৫ বছরের এক যুবকের সঙ্গে যা ঘটল, তা ভয়াবহ।
advertisement
গোপালগঞ্জের বাসিন্দা বিপিন কুমার পাসওয়ান বন্ধুদের সঙ্গে মোমো খাওয়ার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। পরপর মোমো খেতে খেতে হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন সেই যুবক। সঙ্গে সঙ্গে বন্ধুরা তাঁকে হাসপাতালে নিয়ে ছোটেন, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সংবাদমাধ্যমের সূত্র, প্রায় ১৫০টি মোমো খেয়েছিলেন সেই যুবক।
advertisement
মৃতের বাবার অভিযোগ, প্রতিযোগিতার নাম করে ছেলেকে ভুলিয়ে নিয়ে গিয়ে বন্ধুরাই তাঁকে বিষ খাইয়ে মেরে ফেলেছেন। যদিও স্থানীয় পুলিশ আধিকারিক জানান, মৃতের পরিবার থেকে এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। হলেই সঙ্গে সঙ্গে তাঁরা তদন্ত শুরু করবেন। পুলিশ খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়েছিল, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত রিপোর্ট আসেনি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 16, 2023 6:51 PM IST