Dr. Manik Saha vs TMC : শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা শিখতে ত্রিপুরায় আসা উচিত! তৃণমূল নেতাদের তোপ মানিক সাহার
- Published by:Teesta Barman
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Dr. Manik Saha vs TMC : তৃণমূল নেতাদের গণতন্ত্র কী এবং কীভাবে শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করা যায় সেটা বোঝার জন্য ত্রিপুরা ঘুরে যাওয়ার আহ্বান রাখেন ত্রিপুরার চিকিৎসক মুখ্যমন্ত্রী।
আগরতলা: সম্প্রতি পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচনের সময় অশান্তির ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তৃণমূল কংগ্রেসের কঠোর সমালোচনা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা। ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক কর্মসূচি থেকে এই বার্তা দেন তিনি।
তৃণমূল নেতাদের গণতন্ত্র কী এবং কীভাবে শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করা যায় সেটা বোঝার জন্য ত্রিপুরা ঘুরে যাওয়ার আহ্বান রাখেন ত্রিপুরার চিকিৎসক মুখ্যমন্ত্রী।
তৃণমূলের প্রতি অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী তাঁর দলীয় কর্মীদের ত্রিপুরার তৃণমূল সমর্থকদের কাছে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের সময় সহিংস পরিস্থিতি সম্পর্কে অবগত করার আহ্বান রাখেন। যেখানে সহিংস রাজনীতির বলি হয়ে অন্তত ১৮ জনের প্রাণ গিয়েছে।
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী ড. সাহা বলেন, ‘‘রাজ্যের তৃণমূল কংগ্রেস সমর্থকদের বাড়িতে গিয়ে পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা সম্পর্কে তাদের অবহিত করা খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের সময় অন্তত ১৮ জন লোক প্রাণ হারিয়েছিলেন। গণতন্ত্রের প্রকৃত মর্ম বোঝার জন্য তৃণমূল কংগ্রেস নেতাদের ত্রিপুরায় আসা উচিত। কারণ আমরা গুন্ডামি না করে শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনায় দৃঢ়ভাবে বিশ্বাস করি।’’
advertisement
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত! বাংলায় কতটা প্রভাব? কলকাতায় বাড়বে দুর্যোগ, আবহাওয়ার বড় আপডেট!
তিনি নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন বিজেপি দলের কর্মীদের খুনে জড়িত থাকার জন্য তৃণমূল কর্মীদের ভূমিকার নিন্দা করে বলেন, তৃণমূলের সহিংসতার ইতিহাস সাধারণ নাগরিকদের লক্ষ্য করা এবং এতে তাদের দলীয় কর্মীদের মানসিকতা প্রকট করেছে।
advertisement
মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বলেন, ‘‘তৃণমূল কীভাবে নিরীহ বেসামরিক নাগরিকদের এবং ভারতীয় জনতা পার্টির কর্মীদের টার্গেট করে সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে তার প্রমাণ মিলেছে। কীভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনা করা যায় তা জানতে পশ্চিমবঙ্গের তৃণমূলের শীর্ষ নেতাদের ত্রিপুরায় আসা উচিত। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় কোনও সহিংসতা বা গণ্ডগোল ছাড়াই নির্বাচনের মাধ্যমে একটি উল্লেখযোগ্য নজির স্থাপন করেছে।’’ ত্রিপুরায় নির্বাচনের সময়কাল খুবই শান্তিপূর্ণ ছিল বলে তিনি উল্লেখ করেন।
advertisement
এর পালটা অবশ্য মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, ‘‘ত্রিপুরায় পুর ভোটের সময় যেভাবে ব্যাপক ইট বৃষ্টি হয়েছিল, সেই কথা কি ভুলে গেছেন নাকি? মনোনয়ন পর্ব থেকে শুরু করে ভোট পরবর্তী সময়ে ব্যাপক অশান্তি! ত্রিপুরায় কী হয়েছে সেটা ওই রাজ্যের মানুষ জানে।’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 15, 2023 10:41 AM IST