Fire in Vande Bharat Express : ফের বন্দে ভারতে এক্সপ্রেসে আতঙ্ক! সোমবার সকালে হঠাৎ ট্রেনের কোচে দাউদাউ আগুন
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Fire in Vande Bharat Express : ভোপাল থেকে দিল্লিগামী বন্দে ভারত এক্সপ্রেসের একটি কোচে দাউদাউ করে হঠাৎ আগুন জ্বলে উঠল। সঙ্গে সঙ্গেই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। সকাল ৭টা ৫৮ মিনিটে সেই আগুন নেভানো হয়।
ভোপাল: ফের বন্দে ভারতের কপালে বিপত্তি। ভোপাল থেকে দিল্লিগামী বন্দে ভারত এক্সপ্রেসের একটি কোচে দাউদাউ করে হঠাৎ আগুন জ্বলে উঠল। সঙ্গে সঙ্গেই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। সকাল ৭টা ৫৮ মিনিটে সেই আগুন নেভানো হয়।
কোচ খালি করে পরীক্ষানিরীক্ষা চালানোর পর পশ্চিম রেলওয়ের দেওয়া রিপোর্ট অনুযায়ী, মধ্যপ্রদেশের কুড়ওয়াই কেথোরা স্টেশনে এই ঘটনা ঘটে। ব্যাটারি বক্সে আগুন ধরে গিয়েছিল। আন্ডারগিয়ারে ছিল ব্যাটারি বক্স। সব যাত্রী নিরাপদে আছেন। ট্রেন চালুও হয়ে গিয়েছে আবার। কোচের ট্রাফিক ও পাওয়ার ব্লক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: ২৪ ঘণ্টা পর থেকে আচমকা পাল্টে যাবে বাংলার আবহাওয়া! জোড়া ঘূর্ণাবর্তের অভিমুখ কোনদিকে? জানুন আপডেট
সোমবার সকালে রানি কমলাপতি রেলওয়ে স্টেশন থেকে নিজামউদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বন্দে ভারত ট্রেনের সি১৪ বগির ব্যাটারিতে আগুন লেগে যায়। ট্রেেনর নম্বর ২০১৭১ এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে। সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল।
advertisement
ট্রেনের যাত্রীদের বয়ান অনুযায়ী, সি-১৪ কোচের ব্যাটারির কাছে ধোঁয়া উঠেছিল। এর পরই ব্যাটারি বক্স থেকে আগুনের লেলিহান শিখা বার হতে থাকে। কেন ব্যাটারি বক্সে হঠাৎ আগুন ধরল, সেই বিষয়ে এখনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। পরীক্ষা করা হচ্ছে বিভিন্ন যন্ত্রাংশ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 17, 2023 10:32 AM IST